If they ______ (leave) earlier, they would have caught the train.
A
leave
B
left
C
had left
D
have left
উত্তরের বিবরণ
Complete sentence:
If they had left earlier, they would have caught the train.
Explanation:
-
This is a 3rd Conditional sentence.
-
3rd Conditional Structure:
-
If clause → If + Past Perfect (had + V3)
-
Main clause → would/could/might + have + V3
-
-
It expresses a hypothetical situation in the past that did not happen.
Examples:
-
If he had studied harder, he would have passed the exam.
-
If they had left earlier, they would have caught the train.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
Although the Industrial revolution brought about a raft of new techniques in the area of machine design, the methods used for the printing and binding of books continued ___________ till the early years of the 20th century.
Created: 2 weeks ago
A
improving
B
transforming
C
unchanged
D
advancing
বাক্য বিশ্লেষণ অনুযায়ী, এখানে “although” শব্দটি বিপরীত বা contrast প্রকাশ করে, অর্থাৎ Industrial Revolution–এর ফলে যন্ত্র ও প্রযুক্তিতে পরিবর্তন আসলেও printing এবং book binding–এর ক্ষেত্রে তা ঘটেনি। প্রদত্ত অপশনগুলো বিশ্লেষণ করলে:
-
ক) intermittently – থেকে থেকে; থেমে থেমে
-
খ) improving – উন্নতিসাধক; উন্নতিশীল
-
গ) transforming – রূপান্তর করা
-
ঘ) unchanged – অপরিবর্তিত
-
ঙ) advancing – আগুয়ান; উন্নতি সাধন
বাক্যের প্রসঙ্গে দেখা যায়, printing এবং book binding–এর পদ্ধতি অপরিবর্তিত থেকেছে। সুতরাং সঠিক উত্তর হলো ঘ) unchanged।

0
Updated: 2 weeks ago
"Raphael and Michael" are famous characters from-
Created: 1 month ago
A
Heaven and Earth
B
Paradise Regained
C
Paradise Lost
D
Utopia
“Raphael and Michael” হলো John Milton-এর Paradise Lost এর বিখ্যাত চরিত্র।
-
Paradise Lost:
-
এটি Milton-এর মহাকাব্য, প্রথম প্রকাশিত 1667 সালে।
-
লেখা হয়েছে blank verse-এ, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে।
-
কাব্যটি আদম ও হাওয়ার পাপের কাহিনী বর্ণনা করে, যা মানবজাতির পতনের কারণ হিসেবে দেখা হয়।
-
Milton শয়তানকে জটিল চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন, যা পরে রোমান্টিক কবিদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
-
কবিতাটি ধর্ম, নৈতিকতা এবং মানবজীবনের বৃহত্তর দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করে।
-
-
Main Characters:
-
Adam, Eve, Satan, Beelzebub, Raphael, Michael, Mamoon, Belial, Gabriel, ইত্যাদি।
-
-
John Milton (1608–1674):
-
একজন English poet, pamphleteer এবং historian।
-
Shakespeare-এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে গণ্য।
-
প্রধান কাব্য: Paradise Lost, Paradise Regained, Lycidas।
-
অন্যান্য উল্লেখযোগ্য কাজ: On Shakespeare, Of Education, Areopagitica।
-
-
Significance:
-
Paradise Lost আধুনিক ইংরেজি সাহিত্যের একটি ক্লাসিক।
-
ঈশ্বর, মানবতা এবং পাপের চিত্রায়নে গভীর ভাবনার উদ্রেক করে।
-

0
Updated: 1 month ago
Emily Bronte's only novel is -
Created: 1 month ago
A
Agnes Grey
B
Middlemarch
C
Jane Eyre
D
Wuthering Heights
Emily Bronte–এর একমাত্র উপন্যাস হলো Wuthering Heights, যা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস হিসেবে পরিচিত। এটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে এবং লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছিলেন।
-
এই উপন্যাসকে ইংরেজি সাহিত্যের রোমান্টিক ধারার একটি অমূল্য সম্পদ ধরা হয়।
সারসংক্ষেপ
-
কাহিনির কেন্দ্রীয় চরিত্র হলো এক এতিম বালক Heathcliff।
-
সে আশ্রয়দাতার পরিবারে বেড়ে ওঠে এবং মেয়ে Catherine Earnshaw–এর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়ে।
-
কিন্তু Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff গভীর আঘাত পেয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
-
ফিরে এসে সে বিপুল সম্পদের মালিক হয় এবং Wuthering Heights বাড়িটি কিনে নেয়।
-
প্রাক্তন প্রেমিকার পরিবারের প্রতিশোধ নিতে Catherine–এর ননদকে সম্পত্তির লোভ দেখিয়ে বিয়ে করে, যদিও এই বিবাহ টেকে না।
-
Catherine মারা যায়, তার ভাই Hindley–ও মৃত্যুবরণ করে।
-
তাদের সন্তানরা বড় হতে থাকে এবং Heathcliff–এর সন্তানও তাদের সঙ্গে যুক্ত হয়।
-
এভাবে গল্পটি প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলে, যেখানে প্রেম, প্রতিশোধ, পরিবার ও উত্তরাধিকারের জটিলতা ফুটে ওঠে।
Important Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff
Emily Bronte
-
তিনি ছিলেন Charlotte Bronte–এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস এবং তার প্রধান পরিচয়ের উৎস।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
Notable Works
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights
Other Options
-
Agnes Grey – Anne Bronte
-
Middlemarch – George Eliot
-
Jane Eyre – Charlotte Bronte

0
Updated: 1 month ago