A
alumni
B
media
C
radius
D
syllabi
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: গ) radius
কিছু noun-এর অনিয়মিত plural রূপ
Singular | Plural |
---|---|
alumnus | alumni |
medium | media |
radius | radii |
syllabus | syllabi, syllabuses |
আরও উদাহরণ
Singular | Plural |
---|---|
basis | bases |
crisis | crises |
memorandum | memoranda |
vertex | vertices, vertexes |
formula | formulae, formulas |
oasis | oases |
agendum | agenda |
analysis | analyses |
উৎস:
-
A Passage to the English Language – S.M. Zakir Hussain
-
Applied English Grammar and Composition – P.C. DAS

0
Updated: 21 hours ago
Who has written the play 'Volpone'?
Created: 1 month ago
A
John Webster
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
William Shakespeare
‘Volpone’ – Ben Jonson-এর একটি বিখ্যাত কমেডি নাটক
-
‘Volpone’ হল ইংরেজি সাহিত্যের একটি পরিচিত কমেডি নাটক, যেটি লিখেছেন Ben Jonson।
-
এই নাটকটি Beast Fable হিসেবে পরিচিত।
-
Beast Fable বলতে এমন ধরনের ছোট গল্প বা ছড়া বোঝায়, যেখানে প্রাণীদের মানুষরূপে দেখানো হয় এবং সাধারণত একটি নীতিকথা বা শিক্ষা থাকে।
-
‘Volpone’ নাটকে বিভিন্ন প্রাণীকে মানুষের চরিত্রে উপস্থাপন করা হয়েছে, যেমন Volpone হলো এক চালাক খেঁকশিয়াল (fox), যে মানুষের মতো আচরণ করে।
‘Volpone’ নাটকের প্রধান চরিত্রগুলো
-
Volpone – নাটকের মূল চরিত্র, এক ধূর্ত ধনী ব্যক্তি
-
Mosca – Volpone-এর দালাল ও চতুর সহকারী
-
Celia – এক নির্যাতিত নারী চরিত্র
-
Bonario – এক সৎ ও সাহসী যুবক
-
Corvino, Voltore, Corbaccio – লোভী ও ধূর্ত কিছু চরিত্র যারা Volpone-এর ধনলাভের আশায় নানা ফাঁদে জড়িয়ে পড়ে
লেখক পরিচিতি: Ben Jonson
-
পূর্ণ নাম: Benjamin Jonson (১৫৭২–১৬৩৭)
-
তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি ও সমালোচক।
-
William Shakespeare-এর পর, James I-এর শাসনামলে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
অনেকেই তাকে ইংরেজি কমেডি নাটকের জনক বলেন।
Ben Jonson-এর বিখ্যাত কিছু নাটক
-
Every Man in His Humour (১৫৯৮)
-
Volpone (১৬০৫)
-
Epicoene; or, The Silent Woman (১৬০৯)
-
The Alchemist (১৬১০)
-
Bartholomew Fair (১৬১৪)
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 month ago
'Geriatrics' is the branch of medicine concerned with the diseases and care of-
Created: 2 days ago
A
newly-weds
B
old women
C
newborn babies
D
old people
Geriatrics (Noun)
English Meaning: চিকিৎসাবিজ্ঞানের একটি শাখা যেখানে প্রবীণ বা বয়স্ক মানুষের স্বাস্থ্য ও যত্ন নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়।
Bangla Meaning: বয়স্ক বা বৃদ্ধদের চিকিৎসাব্যবস্থা।
Example:
-
বয়স বাড়ার সাথে সাথে বিশেষ চিকিৎসা ও যত্নের প্রয়োজন হয়, তাই geriatrics আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা-ক্ষেত্র।
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary

0
Updated: 2 days ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 1 month ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago