Who is the author of "Prometheus Unbound"?
A
William Wordsworth
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
উত্তরের বিবরণ
Percy Bysshe Shelley ও Prometheus Unbound
Prometheus Unbound:
-
এটি পার্সি বিসশে শেলির লেখা একটি লিরিক্যাল নাটক।
-
নাটকটি চারটি অংশে বিভক্ত এবং 1820 সালে প্রকাশিত হয়।
-
শেলির প্রধান রচনাগুলোর মধ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
রচনায় কবি তাঁর কাব্যিক দক্ষতা ও রাজনৈতিক চিন্তার সমন্বয় দেখিয়েছেন।
-
কাহিনী: প্রমিথিউস তার শাসক জুপিটার এবং অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Shelley ছিলেন ইংরেজি সাহিত্যের Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
তিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি আবেগময় অনুসন্ধান তাঁর কবিতায় রূপান্তরিত করেছিলেন।
-
Shelley-এর কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য হয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Epipsychidion (poem)
-
Hymn to Intellectual Beauty (poem)
-
Mont Blanc (poem)
-
Ode to the West Wind (poem)
-
Ozymandias (poem)
-
Peter Bell the Third (book)
-
Prometheus Unbound (lyrical drama)
-
Queen Mab (poem)
-
Rosalind and Helen (poem)
-
The Cenci (play)
-
The Cloud (poem)
-
The Masque of Anarchy (poem)
উৎস: Britannica

0
Updated: 1 month ago
"Big Brother is watching you" - Who quoted it?
Created: 2 months ago
A
William Shakespeare
B
John Milton
C
Thomas Hardy
D
George Orwell
“Big Brother is watching you” উক্তিটি এসেছে George Orwell-এর উপন্যাস Nineteen Eighty-Four (১৯৪৯) থেকে। এতে Oceania নামক কর্তৃত্ববাদী রাষ্ট্রে সরকারের সর্বক্ষণ নজরদারি, মুক্তচিন্তার দমন ও ব্যক্তিগত স্বাধীনতার অভাব দেখানো হয়েছে। “Big Brother” হলো সেই সর্বশক্তিমান শাসকের প্রতীক। মূল চরিত্র Winston Smith ইতিহাস বিকৃতির কাজে যুক্ত হলেও পরে Julia-র সঙ্গে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে ধরা পড়ে।
গুরুত্বপূর্ণ পরিভাষা: Newspeak, Big Brother, Thought Police।
George Orwell (আসল নাম Eric Arthur Blair) ব্রিটিশ লেখক, জন্ম ব্রিটিশ ভারতে। বিখ্যাত রচনা—Animal Farm, Nineteen Eighty-Four, Burmese Days, Coming up for Air, Shooting an Elephant, A Hanging।
উত্তর: ঘ) George Orwell

0
Updated: 2 months ago
The train ____ coal.
Created: 3 weeks ago
A
bears on
B
carryes on
C
lays on
D
runs on
বাক্যটি “The train runs on coal” বোঝায় যে ট্রেনটি কয়লা ব্যবহার করে চলাচল করে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Runs on মানে হলো কোনো বিশেষ জ্বালানি বা শক্তির উৎস ব্যবহার করে চালিত হওয়া।
-
“The train runs on coal” অর্থ ট্রেনটি চলার জন্য কয়লা ব্যবহার করে।
-
এখানে runs on অর্থ “চালিত হয়” বা “চলে”।
-
Other options:
-
ক) bears on – “relates to” বা “has an effect on”; জ্বালানি বা চালনার সঙ্গে সম্পর্ক নেই।
-
খ) carryes on – বানান ভুল, সঠিক: carries on; অর্থ “continues”; এখানে প্রযোজ্য নয়।
-
গ) lays on – “arranges or provides something” (যেমন খাবার দেওয়া); এই প্রসঙ্গে সঠিক নয়।
-

0
Updated: 3 weeks ago
Which of the following is a synonym of “motley”?
Created: 4 weeks ago
A
Single
B
Mixed
C
Affluent
D
Terminate
Motley হলো একটি বিশেষণ বা বিশেষ্য, যা বোঝায় বিভিন্ন রকম বা প্রকারভেদের সমন্বয়ে গঠিত কিছু যা একত্রে সামঞ্জস্যপূর্ণ মনে হয় না।
-
English Meaning: Consisting of many different types of people or things that do not seem to belong together
-
Bangla Meaning: বহুবর্ণ; চিত্রবিচিত্র; বিচিত্র; বিভিন্ন বর্ণধারী; বিবিধ; পূর্বে নানা রঙের পোশাক ভাঁড়েরা পরত
-
Synonyms: Colorful (রঙিন), Miscellaneous (বিবিধ), Varied, Mixed (বৈচিত্র্যময়), Blended (মিশ্রিত)
-
Antonyms: Colorless (বর্ণহীন), Identical (অভিন্ন), Single (বৈচিত্র্যহীন), Monochrome, Unicolor (একরঙা)
-
Other Forms: Motleyness (noun)
-
Other Options:
-
Affluent – বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর
-
Terminate – ইতি টানা; সমাপ্ত করা; শেষ করা
-
-
Example Sentence:
-
She had a motley group of friends at college.
-
A great motley of cars was on display.
-

0
Updated: 3 weeks ago