No one should waste ________ time.
A
our
B
your
C
their
D
his
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ঘ) his
সম্পূর্ণ বাক্য:
No one should waste his time.
বর্ণনা:
-
যখন No/every/each + one এরূপে ব্যবহার করা হয়, অর্থাৎ one এর আগে কোনো qualifier শব্দ বসে, তখন one's ব্যবহৃত হয় না। এর পরিবর্তে his, her, he/she ইত্যাদি ব্যবহার করতে হয়।
উদাহরণসমূহ:
-
Inc. No one should kill away one's time.
-
Cor. No one should kill away his/her time.
-
Inc. There are sixty boys in the class; each one has done one's hometask.
-
Cor. There are sixty boys in the class; each one has done his hometask.
উৎস: A Passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
What is the verb form of the word 'ability’?
Created: 1 month ago
A
capable
B
inability
C
enable
D
unable
Ability (সামর্থ্য) শব্দের ক্রিয়াপদ রূপ হলো enable (সমর্থ করা)। Enable একটি ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় নিম্নরূপ:
-
Meaning:
-
কাউকে কোনো কাজ করার ক্ষমতা বা অনুমতি প্রদান করা; কোনো কিছু সম্ভব করা।
-
কোনো যন্ত্র বা সিস্টেমকে কার্যকর বা সক্রিয় করা।
-
অন্যদিকে, সংশ্লিষ্ট শব্দগুলো হলো:
-
Capable (Adjective) = সমর্থ
-
Inability (Noun) = অক্ষমতা
-
Unable (Adjective) = অক্ষম

0
Updated: 1 month ago
Pun is -
Created: 1 month ago
A
A long descriptive passage
B
A type of metaphor
C
A narrative technique
D
A play on words that have similar sounds but different meanings
Pun (Paronomasia) হলো শব্দের চতুর ও মজার ব্যবহার, যেখানে একই শব্দ বা মিলধ্বনিসম্পন্ন শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সাহিত্যে এটি প্রায়শই শব্দখেলা বা রস সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে বলা যায়: A pun is a play upon words which are similar in sound but different in meaning.
-
এর মাধ্যমে একই শব্দে একাধিক অর্থ প্রকাশ করা হয়, যা কখনও রসাত্মক, কখনও ব্যঙ্গাত্মক প্রভাব সৃষ্টি করে।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের রচনা এমনকি রচনার শিরোনামেও Pun ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Ernest Hemingway-এর বিখ্যাত উপন্যাস A Farewell to Arms–এ Arms শব্দটি দ্ব্যর্থক অর্থে ব্যবহার হয়েছে—
-
একদিকে যুদ্ধ/অস্ত্র বোঝাচ্ছে,
-
অন্যদিকে প্রেমিকার হাত বোঝাচ্ছে।
-
অতএব, Pun হলো সাহিত্যিক অলংকারের একটি বিশেষ রূপ, যা পাঠকের মনে ভাষার সৌন্দর্য ও কৌতুকের ভিন্ন মাত্রা যোগ করে।
Source:

0
Updated: 1 month ago
He is smart ___ to move from the place.
Created: 2 months ago
A
about
B
too
C
enough
D
so that
Correct Option: গ) enough
Full Sentence: He is smart enough to move from the place.
English Meaning: He has sufficient intelligence or cleverness to move from the place.
Bangla Meaning: সে জায়গা ছেড়ে যাওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান।
Grammar Note: এখানে structure হলো “adjective + enough + to-infinitive”। এটি কোনো ব্যক্তির কোনো কিছু করার যোগ্যতা বা সক্ষমতা প্রকাশ করে।
-
এখানে “smart” হলো adjective
-
আর “enough” বোঝাচ্ছে তার বুদ্ধিমত্তা যথেষ্ট, যাতে সে সেই কাজটি করতে পারে।
Other Options:
ক) about
-
Meaning: concerning or relating to (সম্পর্কে)
-
এই প্রেক্ষাপটে grammatically fit করে না।
-
Example: He is worried about his exams.
খ) too
-
Meaning: more than necessary or acceptable (অত্যধিক)
-
“Too” সাধারণত "to + verb" এর আগে আসে কিন্তু এর মানে negative হয়।
-
Example: He is too smart to be fooled.
-
এখানে positive অর্থ দরকার, তাই enough সঠিক।
ঘ) so that
-
Meaning: in order to (যাতে)
-
এটি সবসময় subject + verb clause চায়, infinitive না।
-
Example: He is smart so that he can solve any problem.
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago