Choose the correct sentence:
A
We elected him the chairman.
B
We elected him chairman.
C
We elected him as chairman.
D
We elected him to be chairman.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) We elected him chairman
Grammar Rule: Complement-এর আগে "the" ব্যবহার না করা
-
কিছু verbs যেমন select, elect, appoint, make, nominate, crown এর পর object-এর complement-এর আগে article "the" সাধারণত বসে না।
উদাহরণ:
-
Incorrect: We elected him the chairman.
-
Correct: We elected him chairman
-
Incorrect: They selected me the captain
-
Correct: They selected me captain
তবে নির্দিষ্ট অর্থে "the" ব্যবহার করা যায়:
We made him the chairman of the meeting
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা
-
ক) We elected him the chairman:
-
Grammar অনুযায়ী এখানে "the" অপ্রয়োজনীয়।
-
-
গ) We elected him as chairman:
-
"Elect + object + as + complement" গঠন standard ইংরেজিতে ভুল।
-
-
ঘ) We elected him to be chairman:
-
"To be" phrase ছাড়া বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করা সম্ভব।
-
উৎস: A Passage to the English Language – S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
What change in Darcy impresses Elizabeth most at Pemberley?
Created: 1 month ago
A
His new wealth
B
His politeness and humility
C
His dislike for Wickham
D
His sympathy for Collins
Elizabeth অবাক হয় দেখে Darcy কীভাবে Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করছে। Mrs. Reynoldsও Darcy-কে দয়ালু বলে বর্ণনা করেন। এখানে Darcy আর আগের অহংকারী মানুষ নয়, বরং বিনয়ী ও উদার। এই পরিবর্তন Elizabeth-কে প্রভাবিত করে। Austen দেখাতে চান—ভালোবাসা ও সম্পর্কের জন্য আত্মসংশোধন জরুরি।

0
Updated: 1 month ago
Which character is most associated with irony in dialogue?
Created: 1 month ago
A
Mr. Bennet
B
Mr. Darcy
C
Wickham
D
Jane Bennet
Mr. Bennet ব্যঙ্গাত্মক স্বভাবের জন্য পরিচিত। তিনি প্রায়ই Mrs. Bennet-এর বোকামি নিয়ে রসিকতা করেন। তার irony পাঠককে আনন্দ দেয়, কিন্তু তার দায়িত্বহীনতা পরিবারের জন্য ক্ষতিকর হয়। Austen তার মাধ্যমে দেখান—ব্যঙ্গ বুদ্ধিদীপ্ত হলেও বাস্তব দায়িত্ব এড়িয়ে গেলে সমস্যা তৈরি হয়।

2
Updated: 1 month ago
What are the "two cities" referred to in the title "A Tale of Two Cities"?
Created: 1 month ago
A
Paris and Rome
B
London and Paris
C
London and Berlin
D
Rome and Berlin
A Tale of Two Cities হলো Charles Dickens–এর রচিত একটি বিখ্যাত উপন্যাস, যেখানে দুই শহর—London এবং Paris—এর কাহিনি একসাথে ফুটিয়ে তোলা হয়েছে। এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৫৯ সালে এবং ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে রচিত।
-
Two Cities বলতে এখানে London এবং Paris বোঝানো হয়েছে।
-
গল্পে প্রেম, ত্যাগ, সংগ্রাম এবং বিপ্লবের আবহ একসাথে ধরা পড়েছে।
Characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
প্রধান চরিত্র
-
Charles Darnay: একজন ফরাসি অভিজাত, যে নিজের পরিবারের অন্যায়ের জন্য অনুতপ্ত ছিল।
-
Sydney Carton: একজন হতাশাগ্রস্ত ইংরেজ আইনজীবী, যিনি Lucie Manette–এর প্রেমে পড়েন।
সারসংক্ষেপ
-
তরুণী Lucie Manette বিস্ময়ে জানতে পারে যে তার বাবা Dr. Alexandre Manette এখনও জীবিত আছেন।
-
তিনি এক অত্যাচারী অভিজাত পরিবারের ষড়যন্ত্রে নির্দোষ হয়েও দীর্ঘ সময় কারাভোগ করেন এবং সেই সময় মুচির কাজ শিখে নেন।
-
পরে Lucie বড় হয়ে প্যারিস থেকে বাবাকে উদ্ধার করে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay–এর, যিনি ফরাসি রাজপরিবারের সদস্য হলেও পরিবারের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন।
-
পরবর্তীতে তাদের জীবনে প্রবেশ করেন Sydney Carton, যিনি Lucie–এর প্রতি গভীর প্রেম অনুভব করেন।
-
কাহিনি ফরাসি বিপ্লবের ভয়াবহতা, রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়ে চলে।
Charles Dickens (1812–1870)
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ব্রিটিশ ঔপন্যাসিক।
-
তাঁর ছদ্মনাম ছিল Boz।
His Famous Works
-
David Copperfield (আত্মজীবনীমূলক)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times

0
Updated: 1 month ago