তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
A
১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
B
১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর
C
১৯৬৬ সালের ১০ জানুয়ারি
D
১৯৬৭ সালের ৩০ জানুয়ারি
উত্তরের বিবরণ
তাসখন্দ চুক্তি (১৯৬৬)
-
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ সমাপ্তির পথ তৈরি করে তাসখন্দ চুক্তি।
-
চুক্তিটি স্বাক্ষরিত হয় ১০ জানুয়ারি ১৯৬৬ সালে।
-
এই চুক্তির পক্ষ ছিল ভারত ও পাকিস্তান।
-
ভারতের হয়ে স্বাক্ষর করেন তখনকার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আইয়ুব খান।
-
মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকলাই কোসিগিন।
-
চুক্তির মূল উদ্দেশ্য ছিল কাশ্মীর সমস্যার কারণে উদ্ভূত যুদ্ধ বন্ধ করে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা।
উৎস: Britannica

0
Updated: 3 months ago
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৫০ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৬৫ সালে
D
১৯৬৬ সালে
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
মানবাধিকার চুক্তি:
-মানবাধিকার হলো যাত্রী লিঙ্গ জাতীয়তা গোষ্ঠী ভাষা ধর্ম অন্যান্য কোন অবস্থা নির্বিশেষে সমস্ত মানুষের অন্তর্নিহিত অধিকার।
- বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য অর্থাৎ বিশ্বের প্রতিটি পেশার এবং প্রতিটি মানুষ যেন সমান অধিকার পায় সেই লক্ষ্যে ১৯৬৬ সালে দুইটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক অর্থ সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি।
- আন্তর্জাতিক চুক্তি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত।
- চুক্তি কার্যকর: ১৯৭৬ সালের ২৩শে।
উল্লেখ্য,
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর এবং সমান অধিকার সততা রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় যা মানবাধিকার চুক্তি নামে পরিচিত।
উৎস: UN ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
'NPT' চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় কত সালে?
Created: 2 weeks ago
A
১৯৬৬ সালে
B
১৯৬৭ সালে
C
১৯৬৮ সালে
D
১৯৬৯ সালে
NPT চুক্তি (সংক্ষিপ্ত নোট আকারে)
পূর্ণরূপ: Nuclear Non-Proliferation Treaty (NPT)
অর্থ: পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮
কার্যকর হয়: ৫ মার্চ, ১৯৭০
স্বাক্ষরিত দেশ: ১৯১টি (আগস্ট, ২০২৫ পর্যন্ত)
গুরুত্বপূর্ণ তথ্য:
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র: ৯টি
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া।
বাংলাদেশ NPT-তে স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯
তথ্যসূত্র: Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
ওয়ারশ চুক্তি (Warsaw Pact) কোন দেশের নেতৃত্বে গঠিত হয়েছিল?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
সোভিয়েত ইউনিয়ন
D
কোনটি নয়
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact)
-
পূর্ণ নাম: Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
-
এটি একটি প্রতিরক্ষা ও সামরিক চুক্তি, সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত।
-
জোটে ছিলেন পূর্ব ইউরোপের ৮টি দেশ।
-
মূলত এটি ন্যাটো (NATO)-র বিকল্প সামরিক জোট হিসেবে তৈরি হয়।
-
স্বাক্ষরিত হয় ১৪ মে, ১৯৫৫ সালে।
-
চুক্তির নামকরণ করা হয় পোল্যান্ডের রাজধানী ওয়ারশ শহরের নামে।
-
১ জুলাই, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির সাথে সাথে এই জোটও বিলুপ্ত হয়।
সূত্র: Britannica

0
Updated: 1 week ago