1 + 2 + 3 +.....................+ 80 = কত?
A
3160
B
2850
C
3240
D
2650
উত্তরের বিবরণ
প্রশ্ন: 1 + 2 + 3 +.....................+ 80 = কত?
সমাধান:
1 + 2 + 3 +.....................+ 80
এখানে,
ধারাটির প্রথম পদ = 1
ধারাটির শেষ পদ = 80 এবং
পদসংখ্যা = 80
∴ নির্ণেয় সমষ্টি = {(শেষ পদ + প্রথম পদ) × পদসংখ্যা}/2
= {(80 + 1) × 80}/2
= (81 × 80)/2
= 81 × 40
= 3240
0
Updated: 1 month ago
x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?
Created: 4 weeks ago
A
z/x < z/y
B
x/z > y/z
C
xz < yz
D
xz > yz
প্রশ্ন: x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?
সমাধান:
x > y ...…..... (1)
z < 0 ............ (2)
(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা।
(1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz
0
Updated: 4 weeks ago
যদি 2x + 3 = 4x + 1 হয়, তবে x এর মান কত?
Created: 1 month ago
A
- 2
B
1
C
- 3
D
2
প্রশ্ন: যদি 2x + 3 = 4x + 1 হয়, তবে x এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
2x + 3 = 4x + 1
⇒ 2x + 3 - 1 = 4x
⇒ 2x + 2 = 4x
⇒ 4x - 2x = 2
⇒ 2x = 2
∴ x = 1
0
Updated: 1 month ago
r বছর পূর্বে একজন লোকের বয়স ছিল s বছর। t বছর পর তার বয়স কত হবে?
Created: 1 month ago
A
r - s + t
B
s - r + t
C
r + s + t
D
rs + t
সমাধান:
r বছর পূর্বে লোকটির বয়স ছিল s বছর।
∴ লোকটির বর্তমান বয়স (r + s) বছর।
অতএব,
t বছর পর লোকটির বয়স হবে (r + s + t) বছর।
0
Updated: 1 month ago