A
লিপ্সা
B
বুভুক্ষা
C
বিবক্ষা
D
দিদৃক্ষা
উত্তরের বিবরণ
এক কথায় ইচ্ছার প্রকাশ
-
দেখবার ইচ্ছা: দিদৃক্ষা
-
বলবার ইচ্ছা: বিবক্ষা
-
ভোজন করার ইচ্ছা: বুভুক্ষা
-
লাভ করার ইচ্ছা: লিপ্সা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 22 hours ago
নিচের কোনটি প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ?
Created: 3 weeks ago
A
উৎকর্ষ
B
চঞ্চলতা
C
অধীরতা
D
বৈচিত্র্যতা
প্রত্যয়ের অপপ্রয়োগ
অশুদ্ধ রূপ : বৈচিত্র্যতা
শুদ্ধ রূপ : বৈচিত্র্য
শুদ্ধ বানান : অধীরতা, চঞ্চলতা, উৎকর্ষ
আরও উদাহরণ
দারিদ্র্যতা → দারিদ্র্য বা দরিদ্রতা
সৌজন্যতা → সৌজন্য
উৎকর্ষতা → উৎকৃষ্টতা বা উৎকর্ষ
দৈন্যতা → দীনতা বা দৈন্য

0
Updated: 3 weeks ago
সর্বজনের হিতকর- এক কথায় কী হবে?
Created: 1 week ago
A
সর্বজনীন
B
সার্বজনীন
C
বিশ্বজনীন
D
সর্বহিতকর
সর্ব জনের হিতকর – সর্বজনীন। বিশ্ব জনের হিতকর – বিশ্বজনীন। হিত কামনা করে যে - হিতৈষী।

0
Updated: 1 week ago
‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’- এক কথায় প্রকাশ করলে কী হয়?
Created: 2 days ago
A
প্রত্যুদ্গমন
B
অগ্রগামী
C
শুভ পদার্পণ
D
স্বাগতম
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । উদাহরণ: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন ।

0
Updated: 2 days ago