শুদ্ধ বানান কোনটি?
A
অনির্বাচ্চ
B
অনিবাচ্য
C
অনিবার্চ্য
D
অনির্বাচ্য
উত্তরের বিবরণ
শব্দ: অনির্বাচ্য
-
পদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
পদ: বিশেষণ
উৎপত্তি: সংস্কৃত
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 22 hours ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
দন্দ
B
দ্বন্দ
C
দ্বন্দ্ব
D
দন্ব
• 'দ্বন্দ্ব' বানানটি শুদ্ধ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
'দ্বন্দ্ব' শব্দের অর্থ:
- বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)।
- কলহ; ঝগড়া; বিবাদ।
- দ্বিধা।
- মল্লযুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
সমীচীন
B
সমিচীন
C
সমীচিন
D
সমিচিন
শুদ্ধ বানান - সমীচীন।
• সমীচীন (বিশেষণ পদ)
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে: সংগত, উপযুক্ত, উত্তম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 day ago
A
মুহুর্ত
B
মূহুর্ত
C
মুহূর্ত
D
মুহূর্তূ
এখানে বানানটির শুদ্ধ রুপ হল - মুহূর্ত

0
Updated: 1 day ago