A
সর্বনাশ করা
B
দুর্বল জায়গায় খোঁচা
C
বেকায়দায় ফেলা
D
সর্বস্বান্ত করা
উত্তরের বিবরণ
কিছু বাগধারা ও তাদের অর্থ
-
কোণঠাসা করা: বেকায়দায় ফেলা
-
ঘুঘু চরানো: সর্বনাশ করা
-
আঁতে ঘা: দুর্বল জায়গায় খোঁচা দেওয়া
-
ভিটায় ঘুঘু চরানো: সম্পূর্ণ সর্বস্বান্ত করা
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ

0
Updated: 22 hours ago
'অনিল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 22 hours ago
A
আকাশ
B
আগুন
C
বাতাস
D
সমুদ্র
• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 22 hours ago
'চকচক' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?
Created: 22 hours ago
A
পুনরাবৃত্ত
B
পদাত্মক
C
ধ্বন্যাত্মক
D
অনুকার
ধ্বন্যাত্মক শব্দ
-
সংজ্ঞা: কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যে শব্দগুলো তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলা হয়।
-
পুনরাবৃত্তি: ধ্বন্যাত্মক শব্দের পুনরাবৃত্তিকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলা হয়।
ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:
-
কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চকচক, টসটস, থকথকে, ভটভট, হিস হিস
মধ্যবর্তী স্বরধ্বনিসহ উদাহরণ:
-
খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 22 hours ago
'কথোপকথন' কোন ধরনের সন্ধি সাধিত শব্দ?
Created: 22 hours ago
A
বিসর্গ সন্ধি
B
ব্যঞ্জন সন্ধি
C
স্বরসন্ধি
D
নিপাতনে সিদ্ধ সন্ধি
স্বরসন্ধির নিয়ম (অ+উ / অ+ঊ / আ+উ / আ+ঊ → ও)
সংজ্ঞা:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম উ-ধ্বনি বা দীর্ঘ ঊ-ধ্বনি যুক্ত হলে তা ও-ধ্বনিতে রূপান্তরিত হয়। বানানে এটি ও-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
উদাহরণসমূহ:
-
অ + উ → ও:
-
সর্ব + উচ্চ = সর্বোচ্চ
-
সূর্য + উদয় = সূর্যোদয়
-
দীর্ঘ + উচ্চারণ = দীর্ঘোচ্চারণ
-
প্রশ্ন + উত্তর = প্রশ্নোত্তর
-
-
অ + ঊ → ও:
-
নব + ঊঢ়া = নবোঢ়া
-
সর্ব + ঊর্ধ্ব = সর্বোর্ধ্ব
-
-
আ + উ → ও:
-
যথা + উচিত = যথোচিত
-
কথা + উপকথন = কথোপকথন
-
যথা + উপযুক্ত = যথোপযুক্ত
-
-
আ + ঊ → ও:
-
গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি
-
মহা + ঊর্মি = মহোর্মি
-
মহা + ঊর্ধ্ব = মহোর্ধ্ব
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 22 hours ago