A
বিদেশি উপসর্গ
B
সংস্কৃত উপসর্গ
C
খাঁটি বাংলা উপসর্গ
D
ফারসি উপসর্গ
উত্তরের বিবরণ
খাঁটি বাংলা উপসর্গ
-
উদাহরণ – অজ:
-
খাঁটি বাংলা উপসর্গ ‘অজ’ যোগে গঠিত শব্দ যেগুলো নিতান্ত (মন্দ) অর্থ প্রকাশ করে:
-
অজপাড়াগাঁ
-
অজমূর্খ
-
অজপুকুর
-
-
-
খাঁটি বাংলা উপসর্গের তালিকা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হালক্ষ্য: আ, সু, বি, নি – এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 22 hours ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 hour ago
A
মেয়েটি সুকেশৈলী ও সুহাসি।
B
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
C
আমি সন্তুষ্ট হলাম।
D
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
অশুদ্ধ ও শুদ্ধ বাক্য:
-
অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম। -
অশুদ্ধ: মেয়েটি সুকেশৈলী ও সুহাসি।
শুদ্ধ: মেয়েটি সুকেশী ও সুহাসিনী। -
অশুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে। -
অশুদ্ধ: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 hour ago
নিচের কোনটি প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ?
Created: 3 weeks ago
A
উৎকর্ষ
B
চঞ্চলতা
C
অধীরতা
D
বৈচিত্র্যতা
প্রত্যয়ের অপপ্রয়োগ
অশুদ্ধ রূপ : বৈচিত্র্যতা
শুদ্ধ রূপ : বৈচিত্র্য
শুদ্ধ বানান : অধীরতা, চঞ্চলতা, উৎকর্ষ
আরও উদাহরণ
দারিদ্র্যতা → দারিদ্র্য বা দরিদ্রতা
সৌজন্যতা → সৌজন্য
উৎকর্ষতা → উৎকৃষ্টতা বা উৎকর্ষ
দৈন্যতা → দীনতা বা দৈন্য

0
Updated: 3 weeks ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 week ago
A
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
B
তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
C
তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
D
সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
শুদ্ধ ও অশুদ্ধ বাক্য
কোনো বাক্য শুদ্ধ কি না তা বোঝার জন্য আমাদের শব্দের ব্যবহার, ক্রিয়ার রূপ এবং অর্থ ঠিকমতো ব্যবহার হয়েছে কি না তা খেয়াল রাখতে হবে। উদাহরণ হিসেবে নিচের কিছু বাক্য দেখা যাক:
-
শুদ্ধ বাক্য:
তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
-
অশুদ্ধ বাক্য ও তাদের শুদ্ধ রূপ:
-
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত।
(“স্বপরিবারে” ভুল, সঠিক শব্দ হলো “সপরিবারে”) -
অশুদ্ধ: তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
শুদ্ধ: তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই।
(অর্থের সঙ্গে মিল রেখে “মুগ্ধ” নয়, “মুগ্ধ নই” হওয়া উচিত। অন্যভাবে বলা যায়: “তোমার পরশ্রীকাতরতায় আমি বিরক্ত/ব্যাথিত”) -
অশুদ্ধ: সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
শুদ্ধ: তিনি সেদিন থেকে আর সেখানে যান না।
(ক্রিয়ার রূপ “যায় না” ভুল; “যান না” হওয়া উচিত কারণ শ্রদ্ধাবাচক)
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago