A
√দৃশ্ + অনীয়
B
√দর্শ + অনীয়
C
√দর্শন + নীয়
D
√দৃশ্ + নীয়
উত্তরের বিবরণ
কৃৎ প্রত্যয় – ‘অনীয়’
-
সংজ্ঞা: ‘অনীয়’ প্রত্যয় যোগ করে বিশেষণ বা যোগ্য/কর্তব্য নির্দেশক শব্দ তৈরি করা হয়।
-
উদাহরণ:
-
√কৃ + অনীয় → করণীয়
-
√দৃশ্ + অনীয় → দর্শনীয়
-
√শুচ + অনীয় → শোচনীয়
-
√স্মৃ + অনীয় → স্মরণীয়
-
√পাল + অনীয় → পালনীয়
-
√বৃ + অনীয় → বরণীয়
-
-
অন্যান্য উদাহরণ: মাননীয়, পূজনীয়, পানীয়, গ্রহণীয়, রমণীয়
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 22 hours ago
অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
Created: 22 hours ago
A
প্রত্যয়
B
সন্ধি
C
সমাস
D
শব্দজোড়
অর্থতত্ত্ব
-
সংজ্ঞা: ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগার্থতত্ত্বও বলা হয়।
-
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
অর্থাৎ, অর্থতত্ত্ব ব্যাকরণের সেই শাখা যা শব্দ ও বাক্যের অর্থবোধকে বিশ্লেষণ করে।
অন্য ব্যাকরণ শাখা:
-
ধ্বনিতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সন্ধি
-
রূপতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সমাস ও প্রত্যয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 22 hours ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 22 hours ago
A
অনির্বাচ্চ
B
অনিবাচ্য
C
অনিবার্চ্য
D
অনির্বাচ্য
শব্দ: অনির্বাচ্য
-
পদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
পদ: বিশেষণ
উৎপত্তি: সংস্কৃত
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 22 hours ago
'দুরাত্মা' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 hours ago
A
দুরহ্ + আত্মা
B
দুর্ + আত্মা
C
দুঃ + আত্মা
D
দুরা্ + আত্মা
বাংলা
তৎসম বিসর্গ সন্ধি
ধাতু (বাংলা ব্যাকরণ)
বাক্য শুদ্ধিকরণ
বানান শুদ্ধিকরণ
বাংলা ব্যকরণ
No subjects available.
বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধি ঘটে যখন পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকে। এই ক্ষেত্রে বিসর্গ রূপান্তরিত হয়ে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়।
নিয়মাবলী ও উদাহরণ
-
ইঃ + অ → ই + র্
-
নিঃ + অন্ন → নিরন্ন
-
বহিঃ + অঙ্গ → বহিরঙ্গ
-
-
ইঃ + আ → ই + রা
-
নিঃ + আকার → নিরাকার
-
নিঃ + আশা → নিরাশা
-
-
উঃ + অ → উ + র
-
দুঃ + অবস্থা → দুরবস্থা
-
চতুঃ + অঙ্গ → চতুরঙ্গ
-
-
উঃ + আ → উ + রা
-
দুঃ + আত্মা → দুরাত্মা
-
দুঃ + আশা → দুরাশা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 hours ago