কোনটি গুণবাচক বিশেষণ?
A
পাথুরে মূর্তি
B
ঠাণ্ডা হাওয়া
C
তাজা মাছ
D
নীল আকাশ
উত্তরের বিবরণ
বিশেষণের প্রকারভেদ
-
রূপবাচক:
-
নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ
-
-
গুণবাচক:
-
চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া
-
-
অবস্থাবাচক:
-
তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা
-
-
সংখ্যাবাচক:
-
হাজার লোক, দশ দশা, শ টাকা
-
-
ক্রমবাচক:
-
দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা
-
-
পরিমাণবাচক:
-
বিঘা জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু’ কিলোমিটার রাস্তা
-
-
অংশবাচক:
-
অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ
-
-
উপাদানবাচক:
-
বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি
-
-
প্রশ্নবাচক:
-
কতদূর পথ?, কেমন অবস্থা?
-
-
নির্দিষ্টতাজ্ঞাপক:
-
এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
'জিন্দা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 1 month ago
A
উর্দু
B
ফারসি
C
আরবি
D
হিন্দি
জিন্দা (বিশেষণ)
-
উৎপত্তি: ফারসি ভাষা
-
অর্থ:
-
জীবিত
-
জীবন্ত
-
ফারসি ভাষার আরও কিছু শব্দ:
-
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
‘বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
Created: 1 month ago
A
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
B
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
C
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
D
বিদ্বান মূর্খ অপেক্ষা অধিক শ্রেষ্ঠ।
এখানে বাক্যটির শুদ্ধরুপ হল- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

0
Updated: 1 month ago
শুদ্ধ বাক্য কোনটি?
Created: 2 months ago
A
সারা দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে।
B
সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
C
দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে।
D
সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
বাংলা ভাষায় শুদ্ধ বাক্য নির্ধারণের জন্য বানান, শব্দচয়ন, এবং ব্যাকরণগত নিয়ম বিবেচনা করতে হয়।
অপশনগুলোর বিশ্লেষণ:
ক) সারা দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান শুদ্ধ।
তবে ‘সারা দেশব্যাপী’ অশুদ্ধ, কারণ ‘সারা’ এবং ‘দেশব্যাপী’র দ্বৈত ব্যবহার অপ্রয়োজনীয়।
অর্থ্যাৎ, বাক্যটি শুদ্ধ নয়।
খ) সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান অশুদ্ধ।
অর্থ্যাৎ, বানান ভুলের কারণে বাক্যটি শুদ্ধ নয়।
গ) দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান অশুদ্ধ।
অর্থ্যাৎ, বানান ভুল এবং বাক্যাংশের অপ্রচলিত ব্যবহারের কারণে শুদ্ধ নয়।
ঘ) সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান শুদ্ধ।
- ‘সারা দেশে’ ব্যাকরণগতভাবে শুদ্ধ এবং প্রচলিত ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অর্থাৎ, বাক্যটি বানান এবং ব্যাকরণের দিক থেকে সম্পূর্ণ শুদ্ধ।

1
Updated: 2 months ago