A
কাঙালনী
B
কাঙালিনি
C
কাঙালইনী
D
কাঙালনি
উত্তরের বিবরণ
স্ত্রীবাচক রূপ নির্ণয়
-
কিছু শব্দের সঙ্গে ‘ইনী’ প্রত্যয় যুক্ত করে তাদের স্ত্রীবাচক রূপ তৈরি করা হয়।
-
উদাহরণ:
-
কাঙাল → কাঙালিনী / কাঙালিনী
-
গোয়ালা → গোয়ালিনী
-
বাঘ → বাঘিনী
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 22 hours ago
অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
Created: 22 hours ago
A
প্রত্যয়
B
সন্ধি
C
সমাস
D
শব্দজোড়
অর্থতত্ত্ব
-
সংজ্ঞা: ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগার্থতত্ত্বও বলা হয়।
-
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
অর্থাৎ, অর্থতত্ত্ব ব্যাকরণের সেই শাখা যা শব্দ ও বাক্যের অর্থবোধকে বিশ্লেষণ করে।
অন্য ব্যাকরণ শাখা:
-
ধ্বনিতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সন্ধি
-
রূপতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সমাস ও প্রত্যয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 22 hours ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 5 days ago
A
তার বৈমাত্রেয় সহাদর অসুস্থ
B
চোৱ টি সব মালসুদ্ধ ধরা পড়েছে
C
সমুদয় পক্ষীই নীড় বাঁধে
D
দশচক্রে ঈশ্বর ভূত
এখানে সঠিক বাক্যটি হল সমুদয় পক্ষীই নীড় বাঁধে

0
Updated: 5 days ago
'চকচক' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?
Created: 22 hours ago
A
পুনরাবৃত্ত
B
পদাত্মক
C
ধ্বন্যাত্মক
D
অনুকার
ধ্বন্যাত্মক শব্দ
-
সংজ্ঞা: কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যে শব্দগুলো তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলা হয়।
-
পুনরাবৃত্তি: ধ্বন্যাত্মক শব্দের পুনরাবৃত্তিকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলা হয়।
ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:
-
কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চকচক, টসটস, থকথকে, ভটভট, হিস হিস
মধ্যবর্তী স্বরধ্বনিসহ উদাহরণ:
-
খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 22 hours ago