শুদ্ধ বানান কোনটি?
A
অনির্বাচ্চ
B
অনিবাচ্য
C
অনিবার্চ্য
D
অনির্বাচ্য
উত্তরের বিবরণ
শব্দ: অনির্বাচ্য
-
পদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
পদ: বিশেষণ
উৎপত্তি: সংস্কৃত
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
শাকোট
B
সকেট
C
শকট
D
সকট
সঠিক বানানের শব্দ হলো ‘শকট’। ‘শকট’ অর্থ গাড়ি।
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বাক্য?
Created: 2 weeks ago
A
সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
B
এটা অপক্ক হাতের লেখা।
C
পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
D
কোনোটিই নয়
সবগুলো বাক্য অশুদ্ধ এবং সেগুলোর শুদ্ধ রূপ নিম্নরূপ:
-
অশুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান। -
অশুদ্ধ: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ: এটা কাঁচা হাতের লেখা। -
অশুদ্ধ: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।
0
Updated: 2 weeks ago
নিচের কোনটি অশুদ্ধ বানান?
Created: 1 month ago
A
চৌহান
B
চ্যাংদোলা
C
চ্যাংড়ামি
D
চ্যাচামেচি
প্রশ্ন: “নিচের কোনটি অশুদ্ধ বানান?”
সমাধান:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে—
-
অশুদ্ধ বানান: চ্যাচামেচি
-
শুদ্ধ রূপ: চ্যাঁচামেচি (বিশেষ্য)
অর্থ:
-
একাধিক ব্যক্তির একসঙ্গে চিৎকার
-
হট্টগোল
উৎস:
0
Updated: 1 month ago