'কোণঠাসা করা' বাগ্ধারার অর্থ কী?
A
সর্বনাশ করা
B
দুর্বল জায়গায় খোঁচা
C
বেকায়দায় ফেলা
D
সর্বস্বান্ত করা
উত্তরের বিবরণ
কিছু বাগধারা ও তাদের অর্থ
-
কোণঠাসা করা: বেকায়দায় ফেলা
-
ঘুঘু চরানো: সর্বনাশ করা
-
আঁতে ঘা: দুর্বল জায়গায় খোঁচা দেওয়া
-
ভিটায় ঘুঘু চরানো: সম্পূর্ণ সর্বস্বান্ত করা
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ
0
Updated: 1 month ago
‘বিদ্যান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠতর’ বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
Created: 1 month ago
A
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠ
B
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠতর।
C
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্ৰেষ্ঠ
D
বিদ্বান অপেক্ষা মূর্খ শ্ৰেষ্ঠ
“বিদ্যান” নয়, সঠিক শব্দ হলো “বিদ্বান” → যার বিদ্যা আছে।
-
"বিদ্যান" শব্দটি শুদ্ধ নয়।
-
-
“অপেক্ষা” শব্দটি ব্যবহার করে তুলনা করা হয়। যেমন:
-
"সে আমার অপেক্ষা বড়"।
-
-
যখন দুই কিছুর মধ্যে সরাসরি তুলনা বোঝানো হয়, তখন “শ্রেষ্ঠতর” শব্দ ব্যবহার করা শুদ্ধ।
-
"শ্রেষ্ঠ" = সর্বোত্তম।
-
"শ্রেষ্ঠতর" = তুলনামূলকভাবে উত্তম।
-
➡ তাই শুদ্ধ বাক্য হবে: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
0
Updated: 1 month ago
'ধুতি' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 3 weeks ago
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
ফারসি
ধুতি
-
উৎপত্তি: হিন্দি শব্দ।
-
অর্থ:
১. পুরুষদের পরিধেয় সরু পাড়যুক্ত লম্বা কত্রখণ্ড।
২. উৎকোচ; ভেট
0
Updated: 3 weeks ago
'চকচক' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?
Created: 1 month ago
A
পুনরাবৃত্ত
B
পদাত্মক
C
ধ্বন্যাত্মক
D
অনুকার
ধ্বন্যাত্মক শব্দ
-
সংজ্ঞা: কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যে শব্দগুলো তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলা হয়।
-
পুনরাবৃত্তি: ধ্বন্যাত্মক শব্দের পুনরাবৃত্তিকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলা হয়।
ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:
-
কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চকচক, টসটস, থকথকে, ভটভট, হিস হিস
মধ্যবর্তী স্বরধ্বনিসহ উদাহরণ:
-
খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 1 month ago