A
রাজসিংহ
B
আনন্দমঠ
C
দুর্গেশনন্দিনী
D
বিষবৃক্ষ
উত্তরের বিবরণ
‘আনন্দমঠ’ উপন্যাস
-
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৮৮২
-
পটভূমি: ১৮৬৭ সালের সন্ন্যাসী বিদ্রোহের ছায়া
-
প্রতিপাদ্য বিষয়: স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি
-
স্বদেশ = বঙ্গভূমি
-
ধর্ম = হিন্দু ধর্ম
-
-
ধরণ: কল্পিত কিন্তু বাস্তবানুগ উপন্যাস; চরিত্র আদর্শায়িত
-
মূল বিষয়বস্তু: সাধারণ গ্রামীণ জীবন, প্রেম ও আদর্শের দ্বন্দ্ব
-
গান: বন্দে মাতরম্ – ইংরেজ বিরোধী আন্দোলনের উদ্দীপক
-
ইংরেজি অনুবাদ:
-
The Abbey of Bliss (নরেশচন্দ্র সেনগুপ্ত, ১৯০৭)
-
Ananda Math (শ্রী অরবিন্দ, ১৯১০)
-
-
প্রভাব: ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের প্রিয় স্লোগান হিসেবে ব্যবহৃত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
রাজসিংহ
-
পটভূমি: রাজস্থানের চঞ্চলকুমারীর মোগল সম্রাট আওরঙ্গজেবের বিয়ে সংক্রান্ত বিরোধ
-
মূল বিষয়: রানা রাজসিংহের জয় ও চঞ্চলকুমারী অধিগ্রহণ
-
-
দুর্গেশনন্দিনী
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস
-
পটভূমি: ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকার নিয়ে মোঘল ও পাঠানের সংঘর্ষ
-
ধরণ: ঐতিহাসিক উপন্যাস নয়
-
-
বিষবৃক্ষ (১৮৭৩)
-
সামাজিক উপন্যাস
-
বিষয়বস্তু: বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, রূপতৃষ্ণা, নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 22 hours ago
‘জয়গুণ’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Created: 2 weeks ago
A
পদ্মার পলিদ্বীপ
B
সূর্য-দীঘল বাড়ী
C
পদ্মা নদীর মাঝি
D
হাজার বছর ধরে
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
‘সূর্য দীঘল বাড়ী’ আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস।
-
উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। এটি বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত চিত্র।
-
বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগ—এই চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে উপন্যাসটি রচিত।
-
কেন্দ্রীয় চরিত্র হলো জয়গুণ।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।
আবু ইসহাক রচিত অন্যান্য উপন্যাস
-
সূর্য-দীঘল বাড়ী
-
পদ্মার পলিদ্বীপ
-
জাল
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
হারেম
-
মহাপতঙ্গ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
Created: 2 weeks ago
A
রাজা প্রতাপাদিত্য চরিত্র
B
নরোত্তম দাসের দেহকড়চা
C
চর্যাপদ
D
কোচবিহারের রাজার পত্র
বাংলা গদ্যের উৎপত্তি
-
বাংলা সাহিত্যের আধুনিক যুগের পূর্বে সাহিত্যগুণসমৃদ্ধ কোনো গদ্যরচনার অস্তিত্ব পাওয়া যায় না।
-
প্রাচীনতম নিদর্শন হিসেবে মনে করা হয় ১৫৫৫ সালে আসামরাজকে লেখা কোচবিহারের রাজার একটি পত্র।
-
গদ্যরীতির সূচনা হয়েছিল ষোল শতকে, কিন্তু উনিশ শতকের পূর্ব পর্যন্ত এটি নিতান্ত প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ ছিল।
-
ফলস্বরূপ, ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষ সাধন সম্ভব হয়নি।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 2 weeks ago
'কৈ' শব্দেটি কোন দ্বিস্বরধ্বনি যোগে গঠিত?
Created: 22 hours ago
A
ওই্
B
অঐ
C
এই্
D
উই্
দ্বিস্বরধ্বনি
-
সংজ্ঞা:
যখন পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়, তখন তাকে দ্বিস্বরধ্বনি বলা হয়। -
উদাহরণ – কৈ:
-
‘কৈ’ শব্দে [ও] পূর্ণ স্বরধ্বনি এবং [ই্] অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়ে [ওই্] তৈরি হয়েছে।
-
-
দ্বিস্বরধ্বনির আরও উদাহরণ:
দ্বিস্বরধ্বনি | উদাহরণ |
---|---|
[আই্] | তাই, নাই |
[এই্] | সেই, নেই |
[আও্] | যাও, দাও |
[আএ্] | খায়, যায় |
[উই্] | দুই, রুই |
[অএ্] | নয়, হয় |
[ওউ্] | মৌ, বউ |
[ওই্] | কৈ, দই |
[এউ্] | কেউ, ঘেউ |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 22 hours ago