'জলদ' কোন ধরনের তৎপুরুষ সমাস?
A
অলুক তৎপুরুষ
B
সপ্তমী তৎপুরুষ
C
পঞ্চমী তৎপুরুষ
D
উপপদ তৎপুরুষ
উত্তরের বিবরণ
উপপদ তৎপুরুষ সমাস
-
সংজ্ঞা:
যে পদের সঙ্গে পরবর্তী ক্রিয়ামূলের কৃৎ-প্রত্যয় যুক্ত হয়, সেই পদকে উপপদ বলা হয়।
কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস গঠিত হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। -
উদাহরণ:
-
জলে চরে যা → জলচর
-
জল দেয় যে → জলদ
-
পক্ষে জন্মে যা → পঙ্কজ
-
-
অন্যান্য উদাহরণ:
গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা, পাড়াবেড়ানি, ছা-পোষা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)

0
Updated: 1 month ago
কোন শব্দের প্রয়োগ শুদ্ধ?
Created: 2 weeks ago
A
সময়কাল
B
নিরপরাধী
C
দুরাবস্থা
D
বিবদমান
মত পোষণকারী।
অন্যদিকে—
-
দুরাবস্থা — সন্ধি বিষয়ক অপপ্রয়োগ; শুদ্ধ রূপ: দুরবস্থা।
-
নিরপরাধী — সমাস-ঘটিত অপপ্রয়োগ; শুদ্ধ রূপ: নিরপরাধ।
-
সময়কাল — সমার্থ শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ; শুদ্ধ রূপ: সময় বা কাল।

0
Updated: 2 weeks ago
কোনটি গুণবাচক বিশেষণ?
Created: 1 month ago
A
পাথুরে মূর্তি
B
ঠাণ্ডা হাওয়া
C
তাজা মাছ
D
নীল আকাশ
বিশেষণের প্রকারভেদ
-
রূপবাচক:
-
নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ
-
-
গুণবাচক:
-
চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া
-
-
অবস্থাবাচক:
-
তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা
-
-
সংখ্যাবাচক:
-
হাজার লোক, দশ দশা, শ টাকা
-
-
ক্রমবাচক:
-
দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা
-
-
পরিমাণবাচক:
-
বিঘা জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু’ কিলোমিটার রাস্তা
-
-
অংশবাচক:
-
অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ
-
-
উপাদানবাচক:
-
বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি
-
-
প্রশ্নবাচক:
-
কতদূর পথ?, কেমন অবস্থা?
-
-
নির্দিষ্টতাজ্ঞাপক:
-
এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
যুক্তবর্ণের শুদ্ধ গঠন কোনটি?
Created: 1 month ago
A
ষ্ + ণ = ষ্ণ
B
ষ্ + ঞ = ষ্ণ
C
ষ্ + ঙ = ষ্ণ
D
ষ্ + ন = ষ্ণ
• যুক্তবর্ণের শুদ্ধ গঠন:
-
ষ্ + ণ = ষ্ণ
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্ + ছ = ঞ্ছ
-
ঞ্ + চ = ঞ্চ
-
ঞ্ + জ = ঞ্জ
-
জ্ + ঞ = জ্ঞ

0
Updated: 1 month ago