A
উর্দু
B
ফারসি
C
আরবি
D
হিন্দি
উত্তরের বিবরণ
জিন্দা (বিশেষণ)
-
উৎপত্তি: ফারসি ভাষা
-
অর্থ:
-
জীবিত
-
জীবন্ত
-
ফারসি ভাষার আরও কিছু শব্দ:
-
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 22 hours ago
'সাবিত্রী ও কিরণময়ী' - চরিত্র দুটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের?
Created: 2 weeks ago
A
বড়দিদি
B
শেষের পরিচয়
C
চরিত্রহীন
D
শ্রীকান্ত
‘চরিত্রহীন’ উপন্যাস
-
‘চরিত্রহীন’ উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে।
-
এটি রচিত হয়েছে প্রথা বহির্ভূত প্রেম ও নারী-পুরুষ সম্পর্ক নিয়ে, তাই উপন্যাসের নামকরণ করা হয়েছে ‘চরিত্রহীন’।
-
গল্পে মোট চারটি নারী চরিত্র রয়েছে, যার মধ্যে প্রধান দুটি চরিত্র: সাবিত্রী ও কিরণময়ী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসসমূহ
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয় প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) শরৎ রচনাবলী

0
Updated: 2 weeks ago
'পদ্মরাগ' উপন্যাসটি রচনা করেন কে?
Created: 1 week ago
A
সুফিয়া কামাল
B
কাজী নজরুল ইসলাম
C
সৈয়দ ইসমাইল হোসেন
D
বেগম রোকেয়া
'পদ্মরাগ' উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশ: ১৯২৪
-
ধরন: উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা (সাধারণ উপন্যাস নয়)
-
বৈশিষ্ট্য:
-
প্রথম মুসলিম নারীর রচনা
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদ প্রকাশ
-
অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত
-
-
উৎসর্গ: জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম
বেগম রোকেয়ার অন্যান্য রচনা
-
প্রবন্ধ: মতিচূর (২ খণ্ড: ১ম খণ্ড ১৯০৪, ২য় খণ্ড ১৯২২)
-
নকশাধর্মী রচনা: Sultana’s Dream
-
উপন্যাস: পদ্মরাগ
-
নকশাধর্মী গদ্যগ্রন্থ: অবরোধবাসিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'কথোপকথন' কোন ধরনের সন্ধি সাধিত শব্দ?
Created: 22 hours ago
A
বিসর্গ সন্ধি
B
ব্যঞ্জন সন্ধি
C
স্বরসন্ধি
D
নিপাতনে সিদ্ধ সন্ধি
স্বরসন্ধির নিয়ম (অ+উ / অ+ঊ / আ+উ / আ+ঊ → ও)
সংজ্ঞা:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম উ-ধ্বনি বা দীর্ঘ ঊ-ধ্বনি যুক্ত হলে তা ও-ধ্বনিতে রূপান্তরিত হয়। বানানে এটি ও-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
উদাহরণসমূহ:
-
অ + উ → ও:
-
সর্ব + উচ্চ = সর্বোচ্চ
-
সূর্য + উদয় = সূর্যোদয়
-
দীর্ঘ + উচ্চারণ = দীর্ঘোচ্চারণ
-
প্রশ্ন + উত্তর = প্রশ্নোত্তর
-
-
অ + ঊ → ও:
-
নব + ঊঢ়া = নবোঢ়া
-
সর্ব + ঊর্ধ্ব = সর্বোর্ধ্ব
-
-
আ + উ → ও:
-
যথা + উচিত = যথোচিত
-
কথা + উপকথন = কথোপকথন
-
যথা + উপযুক্ত = যথোপযুক্ত
-
-
আ + ঊ → ও:
-
গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি
-
মহা + ঊর্মি = মহোর্মি
-
মহা + ঊর্ধ্ব = মহোর্ধ্ব
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 22 hours ago