'কাঙাল' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
A
কাঙালনী
B
কাঙালিনি
C
কাঙালইনী
D
কাঙালনি
উত্তরের বিবরণ
স্ত্রীবাচক রূপ নির্ণয়
-
কিছু শব্দের সঙ্গে ‘ইনী’ প্রত্যয় যুক্ত করে তাদের স্ত্রীবাচক রূপ তৈরি করা হয়।
-
উদাহরণ:
-
কাঙাল → কাঙালিনী / কাঙালিনী
-
গোয়ালা → গোয়ালিনী
-
বাঘ → বাঘিনী
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
নিম্নে কোন বাক্যটি সঠিক?
Created: 2 months ago
A
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
B
আগত শনিবারে তারা যাবে।
C
অশ্রুতে বুক ভেসে গেল।
D
দুর্বলবশত তিনি আসতে পারেননি।
শুদ্ধ বাক্য- অশ্রুতে বুক ভেসে গেল।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ বাক্য- দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।
• অশুদ্ধ বাক্য- আগত শনিবারে তারা যাবে।
• শুদ্ধ বাক্য- আগামী শনিবারে তারা যাবে।
• অশুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
• শুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
0
Updated: 2 months ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
B
তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
C
তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
D
সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
শুদ্ধ ও অশুদ্ধ বাক্য
কোনো বাক্য শুদ্ধ কি না তা বোঝার জন্য আমাদের শব্দের ব্যবহার, ক্রিয়ার রূপ এবং অর্থ ঠিকমতো ব্যবহার হয়েছে কি না তা খেয়াল রাখতে হবে। উদাহরণ হিসেবে নিচের কিছু বাক্য দেখা যাক:
-
শুদ্ধ বাক্য:
তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
-
অশুদ্ধ বাক্য ও তাদের শুদ্ধ রূপ:
-
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত।
(“স্বপরিবারে” ভুল, সঠিক শব্দ হলো “সপরিবারে”) -
অশুদ্ধ: তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
শুদ্ধ: তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই।
(অর্থের সঙ্গে মিল রেখে “মুগ্ধ” নয়, “মুগ্ধ নই” হওয়া উচিত। অন্যভাবে বলা যায়: “তোমার পরশ্রীকাতরতায় আমি বিরক্ত/ব্যাথিত”) -
অশুদ্ধ: সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
শুদ্ধ: তিনি সেদিন থেকে আর সেখানে যান না।
(ক্রিয়ার রূপ “যায় না” ভুল; “যান না” হওয়া উচিত কারণ শ্রদ্ধাবাচক)
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি সঠিক?
Created: 2 months ago
A
কৌতুহল
B
অচিন্ত্যনীয়
C
ধরণি
D
মনোকষ্ট
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সঠিক বানান = ধরণি।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
- পৃথিবী, ধরা।
অন্যদিকে,
• অশুদ্ধ = কৌতুহল;
• শুদ্ধ = কৌতূহল;
• অশুদ্ধ = অচিন্ত্যনীয়;
• শুদ্ধ = অচিন্তনীয়;
• অশুদ্ধ = মনোকষ্ট;
• শুদ্ধ = মনঃকষ্ট;
0
Updated: 2 months ago