A
প্রত্যয়
B
সন্ধি
C
সমাস
D
শব্দজোড়
উত্তরের বিবরণ
অর্থতত্ত্ব
-
সংজ্ঞা: ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগার্থতত্ত্বও বলা হয়।
-
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
অর্থাৎ, অর্থতত্ত্ব ব্যাকরণের সেই শাখা যা শব্দ ও বাক্যের অর্থবোধকে বিশ্লেষণ করে।
অন্য ব্যাকরণ শাখা:
-
ধ্বনিতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সন্ধি
-
রূপতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সমাস ও প্রত্যয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 22 hours ago
'কৈ' শব্দেটি কোন দ্বিস্বরধ্বনি যোগে গঠিত?
Created: 22 hours ago
A
ওই্
B
অঐ
C
এই্
D
উই্
দ্বিস্বরধ্বনি
-
সংজ্ঞা:
যখন পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়, তখন তাকে দ্বিস্বরধ্বনি বলা হয়। -
উদাহরণ – কৈ:
-
‘কৈ’ শব্দে [ও] পূর্ণ স্বরধ্বনি এবং [ই্] অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়ে [ওই্] তৈরি হয়েছে।
-
-
দ্বিস্বরধ্বনির আরও উদাহরণ:
দ্বিস্বরধ্বনি | উদাহরণ |
---|---|
[আই্] | তাই, নাই |
[এই্] | সেই, নেই |
[আও্] | যাও, দাও |
[আএ্] | খায়, যায় |
[উই্] | দুই, রুই |
[অএ্] | নয়, হয় |
[ওউ্] | মৌ, বউ |
[ওই্] | কৈ, দই |
[এউ্] | কেউ, ঘেউ |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 22 hours ago
”শশী ও কুসুম” কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 week ago
A
আলালের ঘরের দুলাল
B
আনন্দমঠ
C
দেবী চৌধুরাণী
D
পুতুলনাচের ইতিকথা
পুতুলনাচের ইতিকথা
-
মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: "সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।" তাঁর উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ তে সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ লক্ষ্য করা যায়।
-
উপন্যাসের শুরু হয় বজ্রাঘাতে নিহত হারু ঘোষের বর্ণনা দিয়ে।
-
নায়ক শশী ডাক্তার বিজ্ঞানের ছাত্র হলেও, তার মধ্যে মড়াস্পর্শ অনুচিতসহ নানা কুসংস্কার কার্যকর থাকে।
-
উপন্যাসে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
-
‘পুতুলনাচের ইতিকথা’য় পুতুল বলতে বোঝানো হয়েছে সেই মানুষগুলোকে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো সামান্য ধাক্কাতেই অন্যের ইশারায় পরিচালিত হয়।
-
উল্লেখযোগ্য চরিত্র: হারু ঘোষ, শশী, কুসুম প্রভৃতি।
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
জননী
-
দিবারাত্রির কাব্য
-
পদ্মানদীর মাঝি
-
পুতুলনাচের ইতিকথা
-
শহরতলী
-
চিহ্ন
-
চতুষ্কোণ
-
সার্বজনীন
-
আরোগ্য ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago
নিচের কোনটি প্রেমেন্দ্র মিত্র রচিত উপন্যাস?
Created: 2 weeks ago
A
পঞ্চশর
B
প্রথমা
C
কুয়াশা
D
মৃত্তিকা
প্রেমেন্দ্র মিত্র
-
তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।
-
জন্ম: ১৯০৪ সালের সেপ্টেম্বর, কাশিতে।
-
তিনি কল্লোল পত্রিকায় কাজ করতেন।
-
কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হন।
-
১৯২৩ সালে প্রবাসীতে ‘শুধু কেরাণী’ ও ‘গোপন চারিণী’ নামে দুটি গল্প প্রকাশিত হয়, এবং গল্প দুটি নিয়ে কল্লোল পত্রিকা গুরুত্বের সঙ্গে আলোচনা করে।
-
সাহিত্য-সাধনার প্রথমপর্বে তিনি ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন।
তাঁর রচিত উপন্যাস
-
পাঁক
-
কুয়াশা
-
মিছিল
-
উপনয়ন
-
আগামীকাল
-
প্রতিশোধ
-
প্রতিধ্বনি ফেরে ইত্যাদি
তাঁর রচিত গল্পগ্রন্থ
-
পঞ্চশর
-
বেনামী বন্দর
-
পুতুল ও প্রতিমা
-
মৃত্তিকা ইত্যাদি
তাঁর রচিত কাব্যগ্রন্থ
-
প্রথমা
-
সম্রাট
-
ফেরারী ফৌজ
-
সাগর থেকে ফেরা
-
হরিণ চিতা চিল
-
কখনো মেঘ ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago