সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
A
রাজসিংহ
B
আনন্দমঠ
C
দুর্গেশনন্দিনী
D
বিষবৃক্ষ
উত্তরের বিবরণ
‘আনন্দমঠ’ উপন্যাস
-
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৮৮২
-
পটভূমি: ১৮৬৭ সালের সন্ন্যাসী বিদ্রোহের ছায়া
-
প্রতিপাদ্য বিষয়: স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি
-
স্বদেশ = বঙ্গভূমি
-
ধর্ম = হিন্দু ধর্ম
-
-
ধরণ: কল্পিত কিন্তু বাস্তবানুগ উপন্যাস; চরিত্র আদর্শায়িত
-
মূল বিষয়বস্তু: সাধারণ গ্রামীণ জীবন, প্রেম ও আদর্শের দ্বন্দ্ব
-
গান: বন্দে মাতরম্ – ইংরেজ বিরোধী আন্দোলনের উদ্দীপক
-
ইংরেজি অনুবাদ:
-
The Abbey of Bliss (নরেশচন্দ্র সেনগুপ্ত, ১৯০৭)
-
Ananda Math (শ্রী অরবিন্দ, ১৯১০)
-
-
প্রভাব: ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের প্রিয় স্লোগান হিসেবে ব্যবহৃত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
রাজসিংহ
-
পটভূমি: রাজস্থানের চঞ্চলকুমারীর মোগল সম্রাট আওরঙ্গজেবের বিয়ে সংক্রান্ত বিরোধ
-
মূল বিষয়: রানা রাজসিংহের জয় ও চঞ্চলকুমারী অধিগ্রহণ
-
-
দুর্গেশনন্দিনী
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস
-
পটভূমি: ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকার নিয়ে মোঘল ও পাঠানের সংঘর্ষ
-
ধরণ: ঐতিহাসিক উপন্যাস নয়
-
-
বিষবৃক্ষ (১৮৭৩)
-
সামাজিক উপন্যাস
-
বিষয়বস্তু: বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, রূপতৃষ্ণা, নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কোনটি মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস?
Created: 2 months ago
A
রাজসিংহ
B
আনোয়ারা
C
পরিণীতা
D
দৃষ্টিপ্রদীপ
মোহাম্মদ নজিবর রহমান
-
তিনি মূলত একজন ঔপন্যাসিক ছিলেন।
-
জন্ম: পাবনা জেলার শাহজাদপুরের চরবেলতৈল গ্রামে।
-
নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত হন।
-
প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস
-
চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি
-
পরিণাম
-
গরীবের মেয়ে
-
দুনিয়া আর চাই না
অন্যান্য লেখকদের উল্লেখযোগ্য উপন্যাস
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – রাজসিংহ
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – পরিণীতা
-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় – দৃষ্টিপ্রদীপ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
Created: 1 month ago
A
কুলীন কুলসর্বস্ব
B
পদ্মাবতী
C
শর্মিষ্ঠা
D
দুর্গেশনন্দিনী
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হলো ‘শর্মিষ্ঠা’, যা রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। এটি তাঁর প্রথম প্রকাশিত নাটক এবং কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য ১৮৫৮ সালে রচিত হয়।
‘শর্মিষ্ঠা’ নাটকের গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রকাশ ও মঞ্চায়ন: ১৮৫৯ সালের জানুয়ারি মাসে রাজাদের অর্থানুকূল্যে প্রকাশিত হয় এবং ১৮৫৯ সালের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
-
নাটকটি পাশ্চাত্যরীতিতে লেখা এবং বাংলা নাটক রচনায় এটি বিশেষভাবে সফল।
-
মধুসূদন দত্ত পরে নাটকটির ইংরেজি অনুবাদও করেন।
-
রচনায় পুরাণের কাহিনি অবলম্বন করা হয়েছে।
-
উল্লেখযোগ্য চরিত্র: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী ইত্যাদি।
অন্যান্য উল্লেখযোগ্য প্রথম সাহিত্যকর্ম:
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস: দুর্গেশনন্দিনী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রথম সার্থক কমেডি: পদ্মাবতী – মাইকেল মধুসূদন দত্ত
-
‘কুলীন কুলসর্বস্ব’ – রচনা করেছেন রামনারায়ণ তর্করত্ন
উৎস:

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Created: 3 months ago
A
মৃত্যুক্ষুধা
B
আলেয়া
C
ঝিলিমিলি
D
মধুমালা
‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস
- ১৯৩০ সালে প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের রাজনৈতিক উপন্যাস মৃত্যুক্ষুধা।
- কাজী নজরুল ইসলাম 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন।
- ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কালে তিনি মৃৎশিল্পের কেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ছিলেন।
- এ কৃষ্ণনগরের চাঁদসড়কের দরিদ্র হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখ ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে।
----------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
• উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।
• গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।
• নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
- মধুমালা (গীতিনাট্য)
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago