A
জয়দেব
B
বিদ্যাপতি
C
চণ্ডীদাস
D
মুকুন্দরাম চক্রবর্তী
উত্তরের বিবরণ
‘গীতগোবিন্দম্’ কাব্য
-
রচয়িতা: জয়দেব
-
ধরণ: সংস্কৃত গীতিকাব্য, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন
-
মূল বিষয়: রাধা–কৃষ্ণের প্রেমলীলা, যা জীবাত্মা–পরমাত্মার সম্পর্ক এবং নর–নারীর চিরন্তন প্রেমের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
-
গঠন: ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২ সর্গে রচিত।
-
সর্গের নামকরণ: বর্ণিত বিষয় অনুযায়ী ১২টি ভিন্ন নাম দেওয়া হয়েছে।
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
রাগমূলক গীতসমূহ কাব্যের শ্রেষ্ঠ সম্পদ।
-
চরণশেষে অন্তমিল ব্যবহার করা হয়েছে, যা সংস্কৃত সাহিত্যে বিরল।
-
-
প্রভাব: পরবর্তীকালের বাংলা পদাবলি সাহিত্যে এর গভীর প্রভাব রয়েছে।
-
গুরুত্ব: বৈষ্ণব সম্প্রদায় ও সাহিত্য-রসিকদের কাছে গীতগোবিন্দম্ এক সময় পরম শ্রদ্ধার বিষয় ছিল।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 22 hours ago
'Translate' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
Created: 22 hours ago
A
পারিভাষিক
B
দোভাষী
C
অনুবাদক
D
অনুবাদ করা
কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা
ইংরেজি শব্দ | বাংলা পারিভাষিক অর্থ |
---|---|
Translate | অনুবাদ করা |
Technical | পারিভাষিক |
Interpreter | দোভাষী |
Translator | অনুবাদক |
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান

0
Updated: 22 hours ago
'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?
Created: 2 weeks ago
A
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
B
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
C
ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D
মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায় ও ‘দিবারাত্রির কাব্য’
‘দিবারাত্রির কাব্য’
-
এটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
-
প্রকাশিত হয় ১৯৩৫ সালে।
-
প্রধান চরিত্র: হেরম্ব ও আনন্দ।
মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
জন্ম: ১৯০৮ খ্রিস্টাব্দ, দুমকা, বিহারের সাঁওতাল পরগনা।
-
পৈতৃক নিবাস: বিক্রমপুর, ঢাকা জেলার মালবদিয়া গ্রাম।
-
প্রকৃত নাম: প্রবোধকুমার; ‘মানিক’ ছিল ডাকনাম।
-
কিশোরবেলায় ‘অতসীমামী’ রচনা, যা পরে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়।
-
মাত্র ২১ বছর বয়সে রচনা করেন ‘দিবারাত্রির কাব্য’।
-
মোট রচনা: প্রায় ৫০টি উপন্যাস ও ২৪৪টি গল্প।
-
বিখ্যাত উপন্যাস: পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা — এই দুটি উপন্যাসের মাধ্যমে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান।
প্রধান রচিত উপন্যাসসমূহ
-
পুতুলনাচের ইতিকথা
-
জননী
-
চিহ্ন
-
দিবারাত্রির কাব্য
-
শহরবাসের ইতিকথা
-
অহিংসা
-
শহরতলী
-
সোনার চেয়ে দামি
-
স্বাধীনতার স্বাদ
-
ইতিকথার পরের কথা
-
আরোগ্য ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 weeks ago
'হিতকরী' পত্রিকা'র সম্পাদক কে?
Created: 2 weeks ago
A
মীর মশাররফ হোসেন
B
শেখ আবদুর রহিম
C
আহমদ ছফা
D
কৃষ্ণকমল ভট্টাচার্য
‘হিতকরী’ পত্রিকা
-
‘হিতকরী’ পত্রিকা ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়।
-
পরবর্তীকালে এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোসলেম উদ্দীন খান।
-
এই পত্রিকায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতো—
-
বাঙালি মুসলমানদের মাতৃভাষা বাংলাচর্চা, এবং
-
হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা।
-
অন্য উল্লেখযোগ্য পত্রিকা ও সম্পাদকগণ
-
হিতবাদী → কৃষ্ণকমল ভট্টাচার্য
-
সুধাকর → শেখ আবদুর রহিম
-
স্বদেশ → আহমদ ছফা
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago