A
মেজর খালেদ মোশাররফ
B
মেজর জামিল চৌধুরি
C
মেজর জিয়াউর রহমান
D
মেজর সফিউল্লাহ
উত্তরের বিবরণ
মুক্তিবাহিনীর ব্রিগেডসমূহ
জেড ফোর্স
-
মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড, জেড ফোর্স, জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটির নামকরণ করা হয়েছে মেজর জিয়াউর রহমানের ইংরেজি আদ্যক্ষর ‘জেড’ অনুসারে।
-
এটি গঠিত হয় ১ম, ৩য় এবং ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
এস ফোর্স
-
দ্বিতীয় নিয়মিত ব্রিগেড, এস ফোর্স, অক্টোবর মাসে গঠিত হয়।
-
এতে অংশ নেয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।
-
ব্রিগেডের অধিনায়ক ছিলেন সফিউল্লাহ।
কে ফোর্স
-
কে ফোর্স গঠিত হয় ৭ই অক্টোবর, যার সদস্যরা ছিলেন ৪র্থ, ৯ম এবং ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।
-
ব্রিগেডের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ, এবং ব্রিগেডটির নামকরণ করা হয় তার ইংরেজি আদ্যক্ষর ‘কে’ অনুসারে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 23 hours ago
বাংলাদেশের সরকারপ্রধান হলেন-
Created: 23 hours ago
A
রাষ্ট্রপতি
B
সেনাপ্রধান
C
প্রধান বিচারপতি
D
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর পদমর্যাদা
-
রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সাংসদকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।
-
বাংলাদেশে প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারপ্রধান এবং সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা।
-
তিনি সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান, একইসাথে মন্ত্রিসভা গঠন করার দায়িত্বও তাঁর ওপর বর্তায়।
-
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে।
-
দেশের সংসদীয় শাসনব্যবস্থা প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়ে থাকে।
-
সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদ মর্যাদা অত্যন্ত উচ্চ।
-
যদিও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, তবুও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করেন।
-
প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ এবং তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত।
-
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর শাসন পরিচালনার জন্য সংসদের কাছে দায়বদ্ধ।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি

0
Updated: 23 hours ago
সাবান তৈরিতে প্রধান কাঁচামাল কী ব্যবহৃত হয়?
Created: 23 hours ago
A
সোডা
B
গ্লিসারিন
C
চর্বি
D
স্টিয়ারিক অ্যাসিড
সাবান
-
সাবান হলো একটি বহুল প্রচলিত পরিষ্কারক, যা দেহ ও কাপড়-চোপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়।
-
আধুনিক জীবনে সাবানের পাশাপাশি ডিটারজেন্ট, ইমালশন, পলিশ ইত্যাদিও পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়।
-
কাপড় কাচার সাবানের মূল যৌগ হলো সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa)।
-
শেভিং ফোম বা জেলের প্রধান যৌগ হলো পটাশিয়াম স্টিয়ারেট (C17H35COOK)।
-
কাপড় কাচার জন্য সাধারণত সোডিয়াম কার্বোনেট (Na2CO3) ব্যবহার করা হয়।
-
সাবান মূলত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
-
সাবান তৈরির প্রধান কাঁচামাল হলো তেল বা চর্বি।
-
তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আর্দ্র বিশ্লেষণ করলে যথাক্রমে সোডিয়াম সাবান বা পটাশিয়াম সাবান তৈরি হয়।
-
সাবান তৈরির সময় উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়।
উৎস: রসায়ন ও বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 23 hours ago
বাংলাদেশে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
Created: 23 hours ago
A
একদলীয় ব্যবস্থা
B
দ্বি-দলীয় ব্যবস্থা
C
একনায়কতন্ত্র
D
বহু-দলীয় ব্যবস্থা
একদলীয় ব্যবস্থা
-
রাষ্ট্রে যখন কেবলমাত্র একটি রাজনৈতিক দল থাকে, তখন সেটিকে একদলীয় ব্যবস্থা বলা হয়।
-
একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় সাধারণত একটিমাত্র দল বিদ্যমান থাকে।
-
এই ব্যবস্থায় বিরোধী দলের কোনো অস্তিত্ব স্বীকৃত হয় না।
দ্বি-দলীয় ব্যবস্থা
-
যখন রাষ্ট্রে মাত্র দুটি রাজনৈতিক দল থাকে, তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
এ ব্যবস্থায় একটি দল সরকার গঠন করে এবং অপর দল বিরোধী দলের দায়িত্ব পালন করে।
-
প্রকৃত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দ্বি-দলীয় ব্যবস্থাই চালু রয়েছে।
বহু-দলীয় ব্যবস্থা
-
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুইয়ের অধিক রাজনৈতিক দল ক্ষমতা অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহু-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ অনেক দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।
উৎস: পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 23 hours ago