A
রাশিদ অলিমিভ
B
মার্ক রুট
C
জাৰ্গেন স্টর্ক
D
ফিলিপ্পো গ্রান্ডি
উত্তরের বিবরণ
The North Atlantic Treaty Organization (NATO)
-
প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে, একটি সামরিক জোট হিসেবে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৩২টি।
-
সদরদপ্তর:
-
শুরুতে: লন্ডন
-
১৯৫২ সালে স্থানান্তরিত: প্যারিস
-
১৯৬৭ সালে স্থানান্তরিত: ব্রাসেলস
-
-
মহাসচিব: ১ অক্টোবর ২০২৪ থেকে মার্ক রুট দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি জোটের ১৪তম মহাসচিব।
-
সর্বশেষ সদস্য: সুইডেন (২০২৪)
উৎস: নাটো ওয়েবসাইট

0
Updated: 23 hours ago
নিচের কোনটি আউটপুট ডিভাইস?
Created: 23 hours ago
A
কীবোর্ড
B
মনিটর
C
মাউস
D
স্ক্যানার
ইনপুট ডিভাইস (Input Device)
যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য, ডেটা বা কমান্ড প্রবেশ করানো হয়, তাকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।
আউটপুট ডিভাইস (Output Device)
যে ডিভাইসের সাহায্যে কম্পিউটার থেকে তথ্য বা ডেটা গ্রহণ করা যায়, তাকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি–২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম–দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 23 hours ago
সাবান তৈরিতে প্রধান কাঁচামাল কী ব্যবহৃত হয়?
Created: 23 hours ago
A
সোডা
B
গ্লিসারিন
C
চর্বি
D
স্টিয়ারিক অ্যাসিড
সাবান
-
সাবান হলো একটি বহুল প্রচলিত পরিষ্কারক, যা দেহ ও কাপড়-চোপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়।
-
আধুনিক জীবনে সাবানের পাশাপাশি ডিটারজেন্ট, ইমালশন, পলিশ ইত্যাদিও পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়।
-
কাপড় কাচার সাবানের মূল যৌগ হলো সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa)।
-
শেভিং ফোম বা জেলের প্রধান যৌগ হলো পটাশিয়াম স্টিয়ারেট (C17H35COOK)।
-
কাপড় কাচার জন্য সাধারণত সোডিয়াম কার্বোনেট (Na2CO3) ব্যবহার করা হয়।
-
সাবান মূলত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
-
সাবান তৈরির প্রধান কাঁচামাল হলো তেল বা চর্বি।
-
তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আর্দ্র বিশ্লেষণ করলে যথাক্রমে সোডিয়াম সাবান বা পটাশিয়াম সাবান তৈরি হয়।
-
সাবান তৈরির সময় উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়।
উৎস: রসায়ন ও বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 23 hours ago
BIMSTEC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 23 hours ago
A
নয়া দিল্লি
B
জেনেভা
C
কলম্বো
D
ঢাকা
সাধারণ জ্ঞান
BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation
সাধারণ জ্ঞান
No subjects available.
BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালে, থাইল্যান্ডে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৭টি (মে ২০২৫ পর্যন্ত)।
-
সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার।
-
সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
-
বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ (আগস্ট ২০২৫ পর্যন্ত)।
-
প্রতিষ্ঠাকালীন সভাপতি দেশ: বাংলাদেশ।
উৎস: BIMSTEC ওয়েবসাইট

0
Updated: 23 hours ago