'তুলা > তুলো' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
A
পরাগত স্বরসঙ্গতি
B
প্রগত স্বরসঙ্গতি
C
অন্যোন্য স্বরসঙ্গতি
D
মধ্যগত স্বরসঙ্গতি
উত্তরের বিবরণ
স্বরসঙ্গতি
সংজ্ঞা:
-
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলা হয়।
-
উদাহরণ: দেশি → দিশি, বিলাতি → বিলিতি, মুলা → মুলো।
প্রকারভেদ:
-
প্রগত স্বরসঙ্গতি:
-
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে।
-
উদাহরণ: মুলা → মুলো, শিকা → শিকে, তুলা → তুলো।
-
-
পরাগত স্বরসঙ্গতি:
-
অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে।
-
উদাহরণ: আখো → আখুয়া → এখো, দেশি → দিশি।
-
-
মধ্যগত স্বরসঙ্গতি:
-
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে।
-
উদাহরণ: বিলাতি → বিলিতি, জিলাপি → জিলিপি।
-
-
অন্যোন্য স্বরসঙ্গতি:
-
আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে।
-
উদাহরণ: মোজা → মুজো।
-
চলিত বাংলায় স্বরসঙ্গতি:
-
গিলা → গেলা, মিলামিশা → মেলামেশা, মিঠা → মিঠে, ইচ্ছা → ইচ্ছে।
-
বিশেষ ক্ষেত্রে:
-
পূর্বস্বর উ-কার হলে পরবর্তী স্বর ও-কার হয়: মুড়া → মুড়ো, চুলা → চুলো।
-
বিশেষ নিয়মে: উড়ুনি → উড়নি, এখনি → এখুনি।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' একটি-
Created: 3 weeks ago
A
মহাকাব্য
B
উপন্যাস
C
নাটক
D
কবিতা
'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য, যা ১৯০৪ সালে প্রকাশিত হয় এবং এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধকে কেন্দ্র করে রচিত।
-
প্রকাশনা ও সম্পাদনা: কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত।
-
আধার: পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) কাব্যের মূল ভিত্তি।
-
গঠন: কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত।
-
প্রথম খণ্ডে ২৯টি সর্গ
-
দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ
-
তৃতীয় খণ্ডে ৭টি সর্গ
-
-
প্রধান চরিত্র:
-
ইব্রাহিম কার্দি
-
জোহরা বেগম
-
হিরণ বালা
-
আতা খাঁ
-
লঙ্গ
-
রত্নজি
-
সুজাউদ্দৌলা
-
সেলিনা
-
আহমদ শাহ্ আব্দালী
-

0
Updated: 3 weeks ago
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি?
Created: 1 week ago
A
বাঁধন-হারা
B
মৃত্যুক্ষুধা
C
দোলনচাঁপা
D
কুহেলিকা
• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়- দোলনচাঁপা।
• 'দোলনচাঁপা' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
-------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

0
Updated: 1 week ago
'কুমুদিনী' - কোন উপন্যাসের নায়িকা?
Created: 4 weeks ago
A
শেষের কবিতা
B
নৌকাডুবি
C
গোরা
D
যোগাযোগ
‘যোগাযোগ’ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা প্রথম ‘তিন পুরুষ’ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে নামকরণ করা হয় ‘যোগাযোগ’। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ। শেষ পর্যন্ত কুমুদিনী স্বামীর কাছে দ্বিধান্বিতভাবে সমর্পিত হলেও, তার মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়ে ওঠে।
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস—
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
নৌকাডুবি
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায় ইত্যাদি
উৎস:

0
Updated: 4 weeks ago