A
আন্তর্জাতিক ইসলামী আদালত
B
সাধারণ সচিবালয়
C
ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
D
ইসলামী উন্নয়ন ব্যাংক
উত্তরের বিবরণ
OIC (The Organisation of Islamic Cooperation)
-
OIC-এর পূর্ণরূপ হলো The Organisation of Islamic Cooperation, যা একটি ইসলামি সহযোগিতা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত।
-
এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট হিসেবে কাজ করে।
-
গঠন করা হয় ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
-
OIC গঠনের মূল প্রেক্ষাপট ছিল ইসরাইলের দ্বারা আল আকসা মসজিদে অগ্নিসংযোগ।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ২৪টি।
-
বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭টি।
-
OIC-এর সদরদপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব-এ।
-
বর্তমানে মহাসচিবের পদে কর্মরত আছেন ইব্রাহিম তাহা।
-
সংস্থার অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহৃত হয় আরবি, ইংরেজি এবং ফরাসি।
-
প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৬৯ সালে রাবাত, মরক্কোতে।
OIC-এর প্রধান অঙ্গসংস্থা সমূহ
-
ইসলামী শীর্ষ সম্মেলন
-
পররাষ্ট্র মন্ত্রী পরিষদ
-
স্থায়ী কমিটি
-
কার্যনির্বাহী কমিটি
-
ইন্টারন্যাশনাল ইসলামিক কোর্ট অফ জাস্টিস
-
স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন
-
স্থায়ী প্রতিনিধিদের কমিটি
-
সাধারণ সচিবালয়
-
সহায়ক অঙ্গ
-
বিশেষায়িত অঙ্গ
-
অধিভুক্ত প্রতিষ্ঠান
বিশেষ দ্রষ্টব্য: ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র (Islamic Centre for Development of Trade) OIC-এর অঙ্গ প্রতিষ্ঠান নয়।
উৎস: OIC-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
ফেয়ার ফ্যাক্স কি?
Created: 6 days ago
A
সংবাদ সংস্থা
B
পরিবেশ সংস্থা
C
গোয়েন্দা সংস্থা
D
মানবাধিকার সংস্থা
ফেয়ার ফ্যাক্স (Fairfax)
-
ফেয়ার ফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা।
⇒ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থা:
• সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA),
• ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA),
• ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।
উৎস: i) ব্রিটানিকা
ii) ওয়ার্ল্ডঅ্যাটলাস।

0
Updated: 6 days ago
কে প্রথম 'গ্লোবাল ভিলেজ' ধারাটির উপস্থাপন করেন?
Created: 5 days ago
A
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
B
রবার্ট কিংসলে
C
হেনরি জি. ম্যাকমিলান
D
ডব্লিউ জি. পেরি
গ্লোবাল ভিলেজ (Global Village):
‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটি প্রথম উপস্থাপন করেন কানাডীয় গণযোগাযোগ বিশেষজ্ঞ মার্শাল ম্যাকলুহান।
-
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলতে বোঝায় এমন এক সমাজ, যেখানে পৃথিবীর সব মানুষ ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থেকে একে অপরকে সেবা দেয়।
-
মার্শাল ম্যাকলুহান টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন এবং ‘দি মিডিয়াম ইজ দি মেসেজ’ ও ‘গ্লোবাল ভিলেজ’ ধারণার প্রবক্তা হিসেবে পরিচিত।
-
১৯৬২ সালে তাঁর বই The Gutenberg Galaxy: The Making of Typographic Man এবং ১৯৬৪ সালে Understanding Media গ্রন্থে তিনি ‘গ্লোবাল ভিলেজ’ ধারণা তুলে ধরেন।
-
তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটে, যা সময় ও দূরত্বকে সংকুচিত করে পৃথিবীকে একটি গ্রামের মতো করে ফেলে।
-
তিনি এই প্রযুক্তির বিস্তৃতিকে ‘ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম’ (Electronic Nervous System) বলে আখ্যায়িত করেন, যা পৃথিবীকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত করেছে।

0
Updated: 5 days ago
NDB প্রতিষ্ঠার সাথে কোন সংস্থা জড়িত?
Created: 2 months ago
A
আরব লিগ
B
আসিয়ান
C
ওআইসি
D
ব্রিকস
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা ব্রিকস (BRICS) দেশসমূহ দ্বারা গঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক। এর পূর্ববর্তী নাম ছিল ‘ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক’। ব্যাংকটির সদর দপ্তর সাংহাই, চীনে অবস্থিত।
বর্তমানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য সংখ্যা আটটি, যেখানে সর্বশেষ সদস্য হিসেবে মিশর এপ্রিল ২০২৫ সালে যোগদান করেছে। ব্যাংকটির দাপ্তরিক ভাষা ইংরেজি এবং বর্তমান সভাপতি দিলমা রুসেফ, যিনি এপ্রিল ২০২৫ থেকে পদে আছেন।
উৎস: নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ওয়েবসাইট।

0
Updated: 2 months ago