BIMSTEC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
নয়া দিল্লি
B
জেনেভা
C
কলম্বো
D
ঢাকা
উত্তরের বিবরণ
BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালে, থাইল্যান্ডে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৭টি (মে ২০২৫ পর্যন্ত)।
-
সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার।
-
সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
-
বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ (আগস্ট ২০২৫ পর্যন্ত)।
-
প্রতিষ্ঠাকালীন সভাপতি দেশ: বাংলাদেশ।
উৎস: BIMSTEC ওয়েবসাইট

0
Updated: 1 month ago
’সুমাত্রা’ কোন ফসলের উন্নত জাত?
Created: 1 month ago
A
তামাক
B
তুলা
C
ভুট্টা
D
গম
‘সুমাত্রা’ হলো তামাক ফসলের একটি উন্নত জাত।
বাংলাদেশের অন্যান্য উন্নতমানের ফসলের জাতগুলো:
-
ধান: ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১, মালাইরি
-
গম: অগ্রণী-সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত
-
ভুট্টা: উত্তরণ, বর্ণালী, শুভ্র
-
তুলা: রূপালী, ডেলফোজ
-
টমেটো: মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
-
বেগুন: ইওরা, শুকতারা, তারাপুরী
-
কলা: অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী
উৎস:

0
Updated: 1 month ago
The green plastid that contains chlorophyll is called:
Created: 2 weeks ago
A
Chloroplast
B
Chromoplast
C
Leukoplast
D
Etioplast
সবুজ রঙ্গক ক্লোরোফিল ধারণকারী প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট (Chloroplast) বলা হয়। এটি উদ্ভিদ এবং শৈবাল কণিকায় পাওয়া যায় এবং প্রধানত সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে খাদ্য প্রস্তুত করে, যা ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। ক্লোরোপ্লাস্টে থাকা ক্লোরোফিল পিগমেন্টটি সবুজ রঙ প্রদান করে এবং আলো শোষণ করে। এটি কোষের শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সূর্যের শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড, স্ট্রোমা এবং গ্রানা থাকে, যা ফটোসিন্থেসিস প্রক্রিয়াকে কার্যকর করে। সুতরাং, উদ্ভিদ কোষের সবুজ রঙ এবং খাদ্য উৎপাদনের মূল কেন্দ্র হলো ক্লোরোপ্লাস্ট।
প্লাস্টিড সম্পর্কিত তথ্য:
-
প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু।
-
প্রধান কাজ: খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদদেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা।
-
প্লাস্টিড তিন ধরনের:
১. ক্লোরোপ্লাস্ট:
-
সবুজ রঙের প্লাস্টিড।
-
পাতা, কচি কান্ড ও অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়।
-
গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে।
-
এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জকও থাকে।
২. ক্রোমোপ্লাস্ট:
-
রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়।
-
জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক ধারণ করে।
-
ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা প্রধান কাজ।
৩. লিউকোপ্লাস্ট:
-
কোনো রঞ্জক পদার্থ নেই।
-
যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না (যেমন: মূল, ভ্রূণ, জনন কোষ) সেখানে পাওয়া যায়।
-
প্রধান কাজ: খাদ্য সঞ্চয়।
-

0
Updated: 2 weeks ago
কোন শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়?
Created: 1 month ago
A
একনায়কতান্ত্রিক শাসন
B
সামরিক শাসন
C
স্বৈরাচারী শাসন
D
উপরের সবগুলো
রাজনৈতিক স্বাধীনতা:
- ভোটার হবার স্বাধীনতা, ভোটদানের স্বাধীনতা, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতার মতো বিষয়গুলো রাজনৈতিক স্বাধীনতার অন্তর্গত।
- ন্যায়সঙ্গতভাবে একজন নাগরিক সব ধরনের স্বাধীনতা ভোগের অধিকার রাখে।
- নেতৃত্বের বিকাশের জন্য রাজনৈতিক স্বাধীনতা থাকা উচিত।
- একনায়কতান্ত্রিক, সামরিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়।

0
Updated: 1 month ago