জাপান কত সালে পার্ল হারবারে আক্রমন করে?
A
১৯৪২ সালে
B
১৯৪১ সালে
C
১৯৪৩ সালে
D
১৯৪৯ সালে
উত্তরের বিবরণ
পার্ল হারবার
-
১৯৪১ সালের ৭ ডিসেম্বর, জাপানি সাম্রাজ্য হাওয়াইয়ের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে।
-
এই আক্রমণের একটি প্রধান কারণ ছিল চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসসহ বিভিন্ন দেশে জাপানের আগ্রাসনের পর জাপানের ওপর আরোপিত আমেরিকান নিষেধাজ্ঞা।
-
পার্ল হারবারের আক্রমণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের সূচনা চিহ্নিত করে।
-
আক্রমণের কয়েক দিন পর হিটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় সংঘাতে জড়িত করে।
-
যদিও হিটলারের যুক্তি পূর্ব ফ্রন্ট থেকে সম্পদ সরানোর ক্ষেত্রে অস্পষ্ট এবং সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান অনিশ্চিত অবস্থার কারণে এটি বিশেষভাবে যৌক্তিক ছিল না, তথাপি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও প্রশান্ত মহাসাগরীয় উভয় যুদ্ধেই জড়িত হয়ে পড়ে।
উৎস: worldatlas.com
0
Updated: 1 month ago
বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?
Created: 3 weeks ago
A
১৩৬
B
১৩৭
C
১৩৮
D
১৩৯
বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ক স্বাধীন দেশের আন্তর্জাতিক কূটনৈতিক ও মানবিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অংশ।
-
সদস্যপদ: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য, যা লাভ করা হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
-
প্রাথমিক প্রতিবন্ধকতা: চীন বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছে।
-
নিরাপত্তা পরিষদ: ১৯৭৯-৮০ এবং ২০০০-০১ সালে মোট ২বার অস্থায়ী সদস্য পদ লাভ।
-
জাতিসংঘ সাধারণ পরিষদ: ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হন।
-
মহাসচিব: মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
-
শান্তিরক্ষা মিশন: বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথমবার ইরাক-ইরান (UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।
0
Updated: 3 weeks ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়?
Created: 3 weeks ago
A
যশোর
B
চাঁপাইনবাবগঞ্জ
C
ফেনী
D
সিলেট
মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ মার্চ ১৯৪৯ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।
-
শিক্ষা জীবন: ১৯৫৩ সালে পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
-
সেনা জীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
-
মুক্তিযুদ্ধ: ৭নং সেক্টরের মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি আরগরারহাট, কানসাট, শাহপুর এলাকায় অসামান্য বীরত্ব দেখিয়ে যুদ্ধ পরিচালনা করেন এবং মুক্তাঞ্চল গঠন করেন।
-
চাপাইনবাবগঞ্জ অভিযান: ১২ই ডিসেম্বর তার নেতৃত্বে মুক্তিবাহিনী চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
-
শহীদ: ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন। পরদিন সহযোদ্ধারা তার লাশ উদ্ধার করে শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে সমাহিত করেন।
0
Updated: 3 weeks ago
জাতিসংঘের কোন বিশেষায়িত প্রতিষ্ঠান শিশু তহবিল, বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে?
Created: 3 weeks ago
A
UNESCO
B
UNEP
C
UNICEF
D
UNDP
UNICEF বা United Nations Children's Fund হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা ও উন্নয়নের জন্য কাজ করে। এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর।
-
প্রাথমিক নাম: United Nations International Children's Emergency Fund।
-
বর্তমান নাম: ১৯৫৩ সালে নাম পরিবর্তন করে United Nations Children's Fund রাখা হয়।
-
সদরদপ্তর: যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক।
-
বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
-
সদস্য রাষ্ট্র: ১৯৩ টি দেশ।
-
কার্যক্রমের এলাকা: বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চল।
0
Updated: 3 weeks ago