কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
A
৯° সেলসিয়াস
B
৩° সেলসিয়াস
C
৫° সেলসিয়াস
D
৪° সেলসিয়াস
উত্তরের বিবরণ
পানি
-
বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন।
-
পানির ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভরশীল।
-
পানির ঘনত্ব সর্বাধিক হয় ৪° সেলসিয়াস তাপমাত্রায়।
-
৪° সেলসিয়াসে পানির ঘনত্ব: ১ গ্রাম/সেন্টিমিটার³ বা ১০০০ কেজি/মিটার³।
-
অর্থাৎ, ১ সি.স. পানির ভর = ১ গ্রাম, এবং ১ কিউবিক মিটার পানির ভর = ১০০০ কেজি।
-
-
যে তাপমাত্রায় বরফ গলে তরলে পরিণত হয়, সেটিকে বরফের গলনাংক বলা হয়।
-
বরফের গলনাংক: ০° সেলসিয়াস।
-
অন্যদিকে, যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাংক বলা হয়।
-
পানির স্ফুটনাংক: ১০০° সেলসিয়াস।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 month ago
Gulf Cooperation Council (GCC)-এর সদস্যরাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়-
Created: 3 weeks ago
A
কাতার
B
ইরাক
C
বাহরাইন
D
ওমান
Gulf Cooperation Council (GCC) হলো একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট, যা পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলো নিয়ে গঠিত। এটি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করে।
-
প্রতিষ্ঠার সময়: ১৯৮১ সালের মে মাস।
-
সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
-
লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ়করণ এবং সহযোগিতা বৃদ্ধি।
-
সদস্য দেশসমূহ (৬টি):
-
সৌদি আরব
-
সংযুক্ত আরব আমিরাত
-
কাতার
-
কুয়েত
-
বাহরাইন
-
ওমান
-

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি?
Created: 3 weeks ago
A
শাপলা
B
যমুনা
C
দোয়েল
D
এসার
বাংলাদেশে তৈরি ল্যাপটপ ‘দোয়েল’ দেশের প্রযুক্তি ও উৎপাদন খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন।
-
উদ্বোধন: ২০১১ সালের ১১ অক্টোবর
-
ল্যাপটপের মাদারবোর্ডসহ প্রায় ৬০% যন্ত্রাংশ দেশের মাটিতে তৈরি।
-
উৎপাদন প্রতিষ্ঠান: টেশিস কোম্পানি, যাত্রা শুরু ১৯৬৭ সালে টেলিফোন সেট উৎপাদনের মাধ্যমে।
-
কম্পিউটারের ব্যবহার বাংলাদেশে শুরু হয় ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে।
-
IBM 1620 ছিল একটি মেইনফ্রেইম কম্পিউটার।
-
স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে, যা বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র নামে পরিচিত।
-
কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত।

0
Updated: 3 weeks ago
বর্তমানে দেশে কতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৫টি
B
৭টি
C
৮টি
D
১০টি
বাংলাদেশ ব্যাংক থেকে বের করা নোটগুলোকে ব্যাংক নোট বলা হয়, যা দেশের সরকারি লেনদেনের জন্য বৈধ চালান হিসেবে ব্যবহৃত হয়।
-
এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
-
বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
-
প্রচলিত ব্যাংক নোটগুলো হলো: ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, এবং ১০০০ টাকার নোট।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট, যা অর্থ মন্ত্রণালয় বের করে এবং এতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
-
নতুন ১০০ টাকার নোটে সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে।
-
নোটের পিছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য।
-
জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নীচে ‘১০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
উৎস:

0
Updated: 1 month ago