সাবান তৈরিতে প্রধান কাঁচামাল কী ব্যবহৃত হয়?
A
সোডা
B
গ্লিসারিন
C
চর্বি
D
স্টিয়ারিক অ্যাসিড
উত্তরের বিবরণ
সাবান
-
সাবান হলো একটি বহুল প্রচলিত পরিষ্কারক, যা দেহ ও কাপড়-চোপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়।
-
আধুনিক জীবনে সাবানের পাশাপাশি ডিটারজেন্ট, ইমালশন, পলিশ ইত্যাদিও পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়।
-
কাপড় কাচার সাবানের মূল যৌগ হলো সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa)।
-
শেভিং ফোম বা জেলের প্রধান যৌগ হলো পটাশিয়াম স্টিয়ারেট (C17H35COOK)।
-
কাপড় কাচার জন্য সাধারণত সোডিয়াম কার্বোনেট (Na2CO3) ব্যবহার করা হয়।
-
সাবান মূলত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
-
সাবান তৈরির প্রধান কাঁচামাল হলো তেল বা চর্বি।
-
তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আর্দ্র বিশ্লেষণ করলে যথাক্রমে সোডিয়াম সাবান বা পটাশিয়াম সাবান তৈরি হয়।
-
সাবান তৈরির সময় উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়।
উৎস: রসায়ন ও বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 month ago
What is the full form of RCEP?
Created: 1 week ago
A
The Regional Comprehensive Economic Partnership
B
The Regional Cooperative Economic Program
C
The Regional Cooperative Economic Partnership
D
The Regional Council for Economic Partnership
RCEP (The Regional Comprehensive Economic Partnership) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই চুক্তি সদস্য দেশগুলোর মধ্যে পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ, মেধাস্বত্ব, ই-কমার্স এবং অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে। নিচে এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো—
-
পূর্ণরূপ: The Regional Comprehensive Economic Partnership।
-
প্রকৃতি: এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement - FTA)।
-
স্বাক্ষরের তারিখ: ১৫ নভেম্বর, ২০২০।
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ২০২২।
-
স্বাক্ষরকারী দেশ সংখ্যা: মোট ১৫টি দেশ।
-
সদস্য দেশসমূহ:
-
চীন
-
জাপান
-
দক্ষিণ কোরিয়া
-
অস্ট্রেলিয়া
-
নিউজিল্যান্ড
-
ইন্দোনেশিয়া
-
মালয়েশিয়া
-
ভিয়েতনাম
-
থাইল্যান্ড
-
ফিলিপাইন
-
ব্রুনাই
-
সিঙ্গাপুর
-
কম্বোডিয়া
-
লাওস
-
মিয়ানমার
-
-
বিশেষ তথ্য: RCEP মূলত ASEAN-এর ১০টি দেশ এবং তাদের ৫টি প্রধান অংশীদার রাষ্ট্র (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) নিয়ে গঠিত।
-
এটি বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৩০ শতাংশ জিডিপি এবং জনসংখ্যা প্রতিনিধিত্ব করে, যা একে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রভাবশালী বাণিজ্য জোটে পরিণত করেছে।

0
Updated: 1 week ago
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’কে?
Created: 1 month ago
A
বিরােধী দল
B
সুশীল সমাজ
C
মন্ত্রী পরিষদ
D
সচেতন নাগরিক
বিকল্প সরকার হলো প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিরোধী দল, যা সরকারের কার্যক্রমের প্রতি নজর রাখে এবং প্রয়োজনে সরকারের উপর চাপ সৃষ্টি করে।
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় ছায়া মন্ত্রিসভা গঠন করে।
-
এর উদ্দেশ্য হলো সরকারকে স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ হওয়া থেকে রক্ষা করা।
-
বর্তমান সময়ে গণতন্ত্রকে দলীয় শাসন হিসেবেও দেখা হয়।
অন্যদিকে, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরাও সরকারের কার্যক্রমে চাপ সৃষ্টির অংশ হিসেবে ভূমিকা পালন করে।
উৎস:

0
Updated: 1 month ago
'ইয়াং বেঙ্গল মুভমেন্ট'-এর প্রবক্তা কে ছিলেন?
Created: 3 weeks ago
A
উইলিয়াম কেরি
B
ক্ষুদিরাম বসু
C
হেনরি লুইস ডিরোজিও
D
প্যারিচাঁদ মিত্র
ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট উনিশ শতকের প্রথমার্ধে বঙ্গের শিক্ষাজীবন ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রাজা রামমোহন রায়ের চিন্তাধারাকে বাঁচিয়ে রেখে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও তার ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশের শিক্ষা দান করেন।
-
উনিশ শতকের প্রথমার্ধে রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা দৃঢ়ভাবে বাঁচিয়ে রেখেছিল হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্রবৃন্দ, যারা ইয়াং বেঙ্গল আন্দোলনের নেতৃত্ব নেন।
-
হেনরি লুইস ডিরোজিও ছিলেন আন্দোলনের মূল নেতা এবং তিনি তাঁর ছাত্রদের স্বাধীন মত প্রকাশের শিক্ষা দিতেন।
-
ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
তিনি তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, সংস্কারমুক্ত ও অসাম্প্রদায়িক মানবতাবাদী চিন্তাধারা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন।
-
বাংলার ‘রেনেসাঁস’ যুগের এই প্রতিভাবান তরুণ মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
-
মৃত্যুর পরও ডিরোজিওর হাতেখড়ি প্রাপ্ত ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, notable মধ্যে ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যনার্জি প্রমুখ।

0
Updated: 3 weeks ago