বাংলাদেশে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
A
একদলীয় ব্যবস্থা
B
দ্বি-দলীয় ব্যবস্থা
C
একনায়কতন্ত্র
D
বহু-দলীয় ব্যবস্থা
উত্তরের বিবরণ
একদলীয় ব্যবস্থা
-
রাষ্ট্রে যখন কেবলমাত্র একটি রাজনৈতিক দল থাকে, তখন সেটিকে একদলীয় ব্যবস্থা বলা হয়।
-
একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় সাধারণত একটিমাত্র দল বিদ্যমান থাকে।
-
এই ব্যবস্থায় বিরোধী দলের কোনো অস্তিত্ব স্বীকৃত হয় না।
দ্বি-দলীয় ব্যবস্থা
-
যখন রাষ্ট্রে মাত্র দুটি রাজনৈতিক দল থাকে, তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
এ ব্যবস্থায় একটি দল সরকার গঠন করে এবং অপর দল বিরোধী দলের দায়িত্ব পালন করে।
-
প্রকৃত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দ্বি-দলীয় ব্যবস্থাই চালু রয়েছে।
বহু-দলীয় ব্যবস্থা
-
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুইয়ের অধিক রাজনৈতিক দল ক্ষমতা অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহু-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ অনেক দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।
উৎস: পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, পুরুষের সাক্ষরতার হার -
Created: 1 month ago
A
৭৫.৩২%
B
৭৬.৭১%
C
৭৭.১২%
D
৭৮.৪৯%
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।
তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা কোনটি?
Created: 3 weeks ago
A
লাইন অব কন্ট্রোল
B
ম্যাকমোহন লাইন
C
রেডক্লিফ লাইন
D
ডুরান্ড লাইন
বিভিন্ন দেশের সীমানা ও তাদের পরিচিত লাইনসমূহ নিম্নরূপ:
-
পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা

0
Updated: 3 weeks ago
Which is the largest rainforest in the world?
Created: 2 weeks ago
A
Congo rainforest
B
Amazon rainforest
C
Black rainforest
D
Sundarbans
অ্যামাজন রেইনফরেস্ট বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট, যা তার বিস্তৃত এলাকা, প্রাচীন ইতিহাস এবং জীববৈচিত্র্যের কারণে পরিচিত।
-
এটি দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকার অধিকাংশ অঞ্চলে বিস্তৃত আর্দ্র ও চওড়া পাতার (Broadleaf) বনভূমি।
-
বনাঞ্চলের আয়তন প্রায় ২১,২৩,৫৬১.৮ বর্গমাইল, যা এটিকে পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
বনাঞ্চলের মধ্য দিয়ে অনেক নদী বয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যামাজন নদী।
-
এখানে আনুমানিক ৩৯০ বিলিয়ন গাছ রয়েছে, যা ১৬,০০০ প্রজাতিতে বিভক্ত।
-
এই বন প্রায় ৫৫ মিলিয়ন বছর পুরনো, গঠিত হয়েছিল ইওসিন যুগে (Eocene era), যখন প্রাণিকুল ও উদ্ভিদজগতের বিবর্তন এবং টিকে থাকার জন্য উপযুক্ত পরিবেশ ছিল।
-
অ্যামাজন রেইনফরেস্ট স্থানীয় ও আঞ্চলিক জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বনভূমি নয়টি দেশ জুড়ে বিস্তৃত, তবে এর সবচেয়ে বড় অংশ ব্রাজিলের অন্তর্গত।

0
Updated: 2 weeks ago