কোনটি অপরিবাহী পদার্থের অন্তর্ভুক্ত?

A

তামা

B

রূপা

C

কাচ

D

সিলিকন

উত্তরের বিবরণ

img

অপরিবাহী

  • যে সকল পদার্থের মাধ্যমে আধান প্রবাহিত হতে পারে না, তাদের অপরিবাহী বলা হয়। যেমন: কাচ, কাঠ, প্লাস্টিক ইত্যাদি।

  • অধিকাংশ অধাতব পদার্থই অপরিবাহী।

  • অপরিবাহী পদার্থে আধান প্রদান করলে আধান স্থির অবস্থায় সেই স্থানেই আবদ্ধ থাকে, সঞ্চালিত হয় না।

  • তাই দুটি আহিত বস্তুকে অপরিবাহী দিয়ে যুক্ত করলে আধান এক বস্তু থেকে অন্য বস্তুর মধ্যে প্রবাহিত হয় না এবং তড়িৎ প্রবাহ তৈরি করে না।

  • অর্থাৎ অপরিবাহী পদার্থ তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে।

পরিবাহী

  • যে সকল পদার্থের মাধ্যমে আধান সহজে প্রবাহিত হতে পারে, তাদের পরিবাহী বলা হয়। যেমন: রূপা, তামা, লোহা ইত্যাদি।

  • প্রায় সব ধাতব পদার্থই পরিবাহী।

  • পরিবাহী পদার্থে আধান দিলে তা কোনো একটি স্থানে সীমাবদ্ধ না থেকে পুরো পদার্থে ছড়িয়ে পড়ে।

  • দুটি আহিত বস্তুকে পরিবাহীর মাধ্যমে যুক্ত করলে আধান সহজেই এক বস্তু থেকে অন্য বস্তুর মধ্যে প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে।

  • পরিবাহী পদার্থ তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে না বললেই চলে। তবে তাপ প্রয়োগ করলে পরিবাহীর তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টির ক্ষমতা বৃদ্ধি পায়।

অর্ধপরিবাহী

  • কিছু পদার্থ যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদির তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি। এদেরকে অর্ধপরিবাহী বলা হয়।

  • অর্থাৎ, এদের মাধ্যমে তড়িৎ প্রবাহ সম্ভব, তবে পরিবাহীর তুলনায় কম এবং অপরিবাহীর তুলনায় বেশি।

  • একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো:

    • পরিবাহীর তাপমাত্রা বাড়লে তড়িৎ প্রবাহ ক্ষমতা কমে যায় (রোধ বেড়ে যায়)।

    • কিন্তু অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে তড়িৎ প্রবাহ ক্ষমতা বৃদ্ধি পায় (রোধ কমে যায়)।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

২ নং সেক্টর এর প্রথম সেক্টর কমান্ডার কে ছিলেন?

Created: 3 weeks ago

A

মেজর খালেদ মোশাররফ

B

মেজর শফিকুল ইসলাম

C

ক্যাপ্টেন মাহফুজুর রহমান

D

মেজর এ.টি.এম হায়দার

Unfavorite

0

Updated: 3 weeks ago

Which of the following banks was the first to launch agent banking services in Bangladesh?


Created: 3 weeks ago

A

Pubali Bank PLC


B

Dutch-Bangla Bank PLC


C

Bank Asia PLC


D

City Bank PLC


Unfavorite

0

Updated: 3 weeks ago

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা কোনটি?

Created: 3 weeks ago

A

লাইন অব কন্ট্রোল


B

ম্যাকমোহন লাইন


C

রেডক্লিফ লাইন


D

ডুরান্ড লাইন


Unfavorite

0

Updated: 3 weeks ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD