নিচের কোনটি আউটপুট ডিভাইস?
A
কীবোর্ড
B
মনিটর
C
মাউস
D
স্ক্যানার
উত্তরের বিবরণ
ইনপুট ডিভাইস (Input Device)
যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য, ডেটা বা কমান্ড প্রবেশ করানো হয়, তাকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।
আউটপুট ডিভাইস (Output Device)
যে ডিভাইসের সাহায্যে কম্পিউটার থেকে তথ্য বা ডেটা গ্রহণ করা যায়, তাকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি–২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম–দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
’সুমাত্রা, ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?
Created: 1 month ago
A
আলু
B
তামাক
C
ভুট্টা
D
গম
উন্নত জাতের উদ্ভিদ
গমের উন্নত জাত:
আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
আলুর উন্নত জাত:
ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
ভুট্টার উন্নত জাত:
বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
তামাকের উন্নত জাত:
সুমাত্রা, ম্যানিলা
উৎস: কৃষিমন্ত্রনালয়

0
Updated: 1 month ago
নেজামে ইসলাম পার্টির নেতা কে ছিলেন?
Created: 3 weeks ago
A
হাজী মোহাম্মদ দানেশ
B
মওলানা আতাহার আলী
C
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
যুক্তফ্রন্ট ছিল ১৯৫০-এর দশকে পূর্ব বাংলায় মুসলিম লীগকে প্রতিহত করার লক্ষ্যে গঠিত একটি রাজনৈতিক জোট, যা প্রাদেশিক নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল।
-
১৯৫৩ সালের ৪ ডিসেম্বর প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে মোকাবিলার জন্য চারটি রাজনৈতিক দল ‘যুক্তফ্রন্ট’ নামে জোট গঠন করে।
-
যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা ছিলেন মওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
-
১৯৫৪ সালের ৮-১২ মার্চ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার চারটি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল:
১. আওয়ামী মুসলিম লীগ: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী
২. কৃষক শ্রমিক পার্টি: শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক
৩. নেজামে ইসলাম পার্টি: মওলানা আতাহার আলী
৪. বামপন্থী গনতন্ত্রী দল: হাজী মোহাম্মদ দানেশ

0
Updated: 3 weeks ago
Which is the top country according to the Global Peace Index 2025 report?
Created: 3 weeks ago
A
Switzerland
B
Austria
C
New Zealand
D
Iceland
Global Peace Index ২০২৫ সম্প্রতি প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা IEP, যা ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।
শীর্ষ শান্তিপ্রিয় দেশগুলো হলো:
-
আইসল্যান্ড
-
আয়ারল্যান্ড
-
নিউজিল্যান্ড
-
অস্ট্রিয়া
-
সুইজারল্যান্ড
-
সিঙ্গাপুর
-
পর্তুগাল
-
ডেনমার্ক
-
স্লোভেনিয়া
-
ফিনল্যান্ড
বাংলাদেশের অবস্থান: ১২৩তম।
তথ্যসূত্র:

0
Updated: 3 weeks ago