A
সমাজতন্ত্রের সংগঠন
B
সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
C
খোলামেলা আলোচনা
D
সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা
উত্তরের বিবরণ
মিখাইল গর্বাচেভ
মিখাইল গর্বাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট। ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর তিনি দুটি গুরুত্বপূর্ণ সংস্কারমূলক নীতি গ্রহণ করেন — গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা।
তিনি স্নায়ুযুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে চলা শীতল সম্পর্ক উষ্ণ করতে বিশেষ ভূমিকা রেখেছেন।
গ্লাসনস্ত নীতি
গ্লাসনস্ত শব্দের অর্থ “মুক্তবস্থা” বা “খোলা হাওয়া”। ১৯৯০ সালে প্রেসিডেন্ট গর্বাচেভ মানবাধিকার, সাংস্কৃতিক ক্ষেত্র এবং ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে স্বীকৃতি দিতে গ্লাসনস্ত নীতি প্রবর্তন করেন।
পেরেস্ত্রইকা নীতি
পেরেস্ত্রইকা শব্দের অর্থ “পুনর্গঠন”। ১৯৯০ সালে গর্বাচেভ আর্থিক ও সামাজিক সংস্কারের লক্ষ্যে এই নীতি প্রবর্তন করেন। পেরেস্ত্রইকার মূল উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক ভিত্তিতে একটি দক্ষ অর্থনীতি ও উন্নত বিজ্ঞান-প্রযুক্তি নির্ভর গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা।
শীতলযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ভারী শিল্প এবং সামরিক শিল্পকে বেশি গুরুত্ব দেওয়ায় তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাত পিছিয়ে পড়ে, এবং বিশ্ববাণিজ্যে সোভিয়েত ইউনিয়নের অবদান সীমাবদ্ধ হয়ে পড়ে। পেরেস্ত্রইকা নীতি মূলত অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে এসব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা ছিল।
উৎস: Britannica

0
Updated: 2 months ago