A
স্পেন
B
বেলজিয়াম
C
নাইজেরিয়া
D
মঙ্গোলিয়া
উত্তরের বিবরণ
স্পেন
-
স্পেন অবস্থিত ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিম অংশে।
-
এটি আইবেরিয়ান উপদ্বীপের প্রায় ৮৫% ভূমি আয়ত্ব করে।
-
স্পেনের শাসনব্যবস্থা সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র।
-
রাজধানী শহর: মাদ্রিদ।
-
ভাষা: স্প্যানিশ।
-
মুদ্রা: ইউরো।
-
রাষ্ট্রপ্রধান: রাজা ফেলিপ ষষ্ঠ।
-
প্রধানমন্ত্রী: পেদ্রো সানচেজ।
⇒ স্পেনের গৃহযুদ্ধ চলেছিল ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত।
-
এই গৃহযুদ্ধে জাতীয়তাবাদীদের নেতা ছিলেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো।
⇒ ১৭২৫ সালে স্পেনের মাদ্রিদ শহরে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ ‘কাসা বোতিল’ চালু হয়।
অতিরিক্ত তথ্য:
-
ক্যাটালন ভাষা মূলত স্পেনের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে প্রচলিত।
-
এটি ব্যালেরিক দ্বীপপুঞ্জের কাতালোনিয়া ও ভ্যালেন্সিয়াতে ব্যবহৃত হয়।
-
ফ্রান্সের রুসিলন অঞ্চলের বাসিন্দারাও ক্যাটালন ভাষায় কথা বলেন।
-
এছাড়াও ইতালির সার্ডিনিয়ার আলঘেরো শহরের লোকেরা ক্যাটালন ভাষায় কথা বলে।
-
স্পেনে প্রায় ৯০ লাখ এবং ফ্রান্সে প্রায় ১ লক্ষ ২৫ হাজার মানুষ এই ভাষায় কথা বলে।
সূত্র: Britannica।

0
Updated: 2 months ago