কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
A
UNV
B
DTCD
C
UNFPA
D
UNDP
উত্তরের বিবরণ
UNDP
-
UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)।
-
এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
UNDP-এর কার্যক্রম ও ভূমিকা
-
UNDP জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করে।
-
এটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সবচেয়ে বড় মাধ্যম।
-
সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং নতুন সম্পদ আহরণে সহায়তা করে।
-
প্রয়োজনে আর্থিক সহায়তাও প্রদান করে।
-
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয় সাধনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বল্পোন্নত দেশ (LDC) বলতে জাতিসংঘ নির্ধারিত এমন উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয়, যাদের আর্থ-সামাজিক সূচক তুলনামূলকভাবে সবচেয়ে নিচে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
UNDP জাতিসংঘের সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা কর্মসূচি হিসেবে বিবেচিত।
-
এটি একজন প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হয়, যিনি উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে থাকেন।
-
মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ করে UNDP।
উৎস: UNDP-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
২০২৫ সালের কপ-৩০ কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 3 days ago
A
মিশর
B
কেনিয়া
C
ব্রাজিল
D
আজারবাইজান
COP (Conference of the Parties)
-
COP হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) অংশীদার দেশগুলোর সম্মেলন।
-
১৯৯২ সালে UNFCCC স্বাক্ষরিত হয়।
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)’ অনুষ্ঠিত হচ্ছে।
-
কপ-২৯: আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
-
কপ-৩০: ২০২৫ সালে ব্রাজিলের আমাজনীয়ান শহর বেলেম ডো প্যারাকে আয়োজন করবে।
সূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট, সময়নিউজ, ব্রাজিল সরকারি ওয়েবসাইট

0
Updated: 3 days ago
জাতিসংঘ সনদের কত নং ধারা অনুসারে 'সনদ সংশোধন করা যেতে পারে'?
Created: 1 day ago
A
৪৯ নং ধারা
B
১০৮ নং ধারা
C
৪৬ নং ধারা
D
১১০ নং ধারা
জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।
অন্যদিকে,
- ধারা ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।
- ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ-সম্পর্কিত পরিকল্পনাদি সামরিক স্টাফ কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রণীত হবে।

0
Updated: 1 day ago
জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে?
Created: 1 month ago
A
ইউএনডিপি
B
ইউনিসেফ
C
ইউএনএইচসিআর
D
ইউনেস্কো
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যাচ্ছে। এই সংস্থাটি ২০১৭ সালের রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকেই কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীর মানবিক সহায়তা, নিবন্ধন, খাদ্য, চিকিৎসা, আশ্রয় এবং শিক্ষার ব্যবস্থা করে আসছে।
UNHCR:
- এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) শরণার্থীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে UNHCR গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে হাইকমিশনার বলা হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- শরণার্থীদের পুনর্বাসন, আশ্রয় ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি বিশ্বব্যাপী কাজ করে।
- এই মানবিক কর্মকাণ্ডের জন্য UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে—১৯৫৪ এবং ১৯৮১ সালে।
উল্লেখ্য,
- UNHCR বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
অন্যদিকে,
- ইউএনডিপি মূলত উন্নয়ন কার্যক্রমে, ইউনিসেফ শিশু ও মাতৃস্বাস্থ্যে, এবং ইউনেস্কো শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কাজ করে।

0
Updated: 1 month ago