কম্পিউটারের প্রোগ্রামে যে ভুল-ত্রুটি থাকে তা দূর করাকে কী বলা হয়?
A
কম্পাইলিং
B
ডিবাগিং
C
ইনস্টলেশন
D
ফরম্যাটিং
উত্তরের বিবরণ
কম্পিউটারের প্রোগ্রামে যে ভুল-ত্রুটি (Error) থাকে, তা শনাক্ত ও সংশোধন করার প্রক্রিয়াকেই ডিবাগিং (Debugging) বলা হয়।
উৎপত্তি:
-
Bug শব্দের অর্থ হলো “পোকা”।
-
Debugging মানে “পোকা দূর করা”।
-
১৯৪৫ সালে মার্ক–১ কম্পিউটারের ভেতরে একটি মথ পোকা ঢুকে পড়ে এবং সেটি অচল হয়ে যায়। তখন থেকে প্রোগ্রামের ভুল খুঁজে বের করে সংশোধন করাকে Debugging বলা শুরু হয়।
প্রোগ্রাম ডিবাগিংয়ের ধাপ:
-
প্রথমে প্রোগ্রামে কী ধরনের ভুল হয়েছে তা শনাক্ত করতে হয়।
-
ভুলের ধরন অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করতে হয়।
ভুলের ধরণ:
-
Syntax Error (সিনট্যাক্স ত্রুটি):
-
এটি সহজে শনাক্ত ও সংশোধন করা যায়।
-
প্রোগ্রামিং ভাষার নিয়ম ভঙ্গ করলে এই ত্রুটি ঘটে।
-
-
Logical Error (যৌক্তিক ত্রুটি):
-
এটি শনাক্ত করা কঠিন।
-
সমাধানের জন্য কিছু নমুনা ডাটা (Test Data) ব্যবহার করে ফলাফল যাচাই করতে হয়।
-
ফলাফল ভিন্ন হলে প্রোগ্রামকে কয়েকটি অংশে ভাগ করে পরীক্ষা করতে হয় এবং ভুল অংশ সংশোধন করতে হয়।
-
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি–১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

0
Updated: 1 month ago
Programme Debugging - এর উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
নতুন প্রোগ্রাম তৈরি
B
কোড কপি করা
C
প্রোগ্রামের ভুল-ত্রুটি ঠিক করা
D
প্রোগ্রাম রান করা
Programme Debugging (প্রোগ্রাম ডিবাগিং)
সংজ্ঞা:
Programme Debugging-এর উদ্দেশ্য হলো প্রোগ্রামের ভুল-ত্রুটি শনাক্ত ও সংশোধন করা।
মূল তথ্য:
-
Bug অর্থ: পোকা
-
Debugging অর্থ: পোকা দূর করা
-
কম্পিউটারের প্রোগ্রামে যে ভুল-ত্রুটি থাকে, তা দূর করাকে ডিবাগিং বলা হয়।
-
ইতিহাস: ১৯৪৫ সালে MARK-I কম্পিউটারে একটি মথ পোকা ঢুকে যাওয়ায় এটি অচল হয়ে যায়। তখন থেকেই "Debugging" শব্দের উৎপত্তি।
ডিবাগিং পদ্ধতি:
-
প্রথমে প্রোগ্রামে কোন ধরনের ভুল আছে তা নির্ণয় করা।
-
Syntax Error: সহজে শনাক্ত ও সংশোধন করা যায়।
-
Logical Error: শনাক্ত করা কঠিন।
-
এর জন্য নমুনা ডাটা ব্যবহার করে পরীক্ষা করা হয়।
-
প্রোগ্রামকে কয়েকটি অংশে ভাগ করে প্রতিটি অংশের ফলাফল যাচাই করা হয়।
-
কোথায় ভুল আছে তা নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধন করা হয়।
-

0
Updated: 1 month ago