A
কৃতজ্ঞ
B
অকৃতজ্ঞ
C
কৃতঘ্ন
D
অকৃতঘ্ন
উত্তরের বিবরণ
যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতঘ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতজ্ঞ।

0
Updated: 1 day ago
এক কথায় প্রকাশ করুন- 'যা বলা হয়নি'
Created: 3 months ago
A
অউক্ত
B
অব্যক্ত
C
অনুক্ত
D
অব্যাক্ত
• 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলা হয়েছে’ এক কথায় বলে - উক্ত।
- ‘যা বলা হবে’ এক কথায় বলে - বক্তব্য।
- ‘যা বলা হচ্ছে’ এক কথায় বলে - বক্ষ্যমাণ।
- ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 3 months ago
'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-
Created: 2 months ago
A
সমক্ষ
B
পরোক্ষ
C
প্রত্যক্ষ
D
নিরপেক্ষ
‘অক্ষির সমীপে’ বাক্য সংকোচন - সমক্ষ।
- ‘অক্ষির সমীপে’ অর্থাৎ কোনো কিছুর চোখের সামনে বা কাছে থাকা বোঝাতে সমক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
-
‘অক্ষির অভিমুখে’ অর্থাৎ চোখের দিকে বা সরাসরি সামনে থাকা বোঝাতে প্রত্যক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
-
‘অক্ষির অগোচরে’ অর্থাৎ চোখ থেকে দূরে বা গোপনে কিছু ঘটার ক্ষেত্রে পরোক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
-
যখন কাউকে পক্ষপাতদুষ্ট নয়, নিরপেক্ষ বা কোন পক্ষের সমর্থক নয় বোঝাতে নিরপেক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
উল্লেখ্য, এই শব্দসমূহের ব্যুৎপত্তি ও ব্যবহারের ব্যাখ্যা পাওয়া যায় বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এবং ড. সৌমিত্র শেখরের গ্রন্থ ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ থেকে।
এই শব্দগুলো ভাষাকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জল করে তুলতে সাহায্য করে।

0
Updated: 2 months ago
‘বিস্ময়াপন্ন’ পদটির সঠিক ব্যাসবাক্য-
Created: 52 minutes ago
A
বিস্ময়ে যে আপন্ন
B
বিস্ময় দ্বারা আপন্ন
C
বিস্ময়কে আপন্ন
D
বিস্ময়ে আপন্ন
দ্বিতীয়া তৎপুরুষ সমাস:
পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে ইত্যাদি) লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ:
-
দুঃখকে প্রাপ্ত → দুঃখপ্রাপ্ত
-
বিপদকে আপন্ন → বিপদাপন্ন
-
বিস্ময়কে আপন্ন → বিস্ময়াপন্ন
-
পরলোকে গত → পরলোকগত
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)

0
Updated: 52 minutes ago