‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী?
A
অলস
B
পরিশ্রমী
C
পরিপাটি
D
দীর্ঘজীবী
উত্তরের বিবরণ
'কেতা দুরস্ত' - বাগধারার অর্থ 'পরিপাটি। ইতুনিদ কুঁড়ে অর্থ 'অলস' । কলুর বলদ অর্থ নির্বিকারে পরিশ্রম করা ।কাকভুষণ্ডী অর্থ দীর্ঘজীবী।

0
Updated: 1 month ago
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
ষড়যন্ত্র
B
সন্দেহজনক আচরণ
C
ঢাক জোরে বাজানো
D
লুকোচুরি
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটি এমন পরিস্থিতিকে বোঝায়, যেখানে কেউ কিছু লুকানোর চেষ্টা করছে বা পুরো বিষয়টি গোপন রেখে ধোঁয়াশা তৈরি করছে।
এটি সাধারণত সেই ধরনের কাজ বা অবস্থাকে বোঝায়, যেখানে খোলাখুলি কিছু বলা বা করা হচ্ছে না, বরং গোপনে কিছু ঘটছে – যেন কিছু একটা চাপা দেওয়া হচ্ছে।
🔹 উদাহরণ:
"ওদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কেউ কিছু বলছে না—পুরো ব্যাপারটাই ঢাক ঢাক গুড় গুড়।"
অর্থাৎ, লুকোচুরি বা গোপনীয়তা বোঝাতে এই বাগধারাটি ব্যবহার করা হয়।

0
Updated: 2 months ago
"চির অশান্তি" বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
Created: 1 month ago
A
ভরাডুবি
B
রাবণের চিতা
C
তামার বিষ
D
আকাশ ভেঙ্গে পড়া
ভরাডুবি - সর্বনাশ, তামার বিষ - অর্থের কুপ্রভাব, আকাশ ভেঙ্গে পড়া - মহাবিপদ, রাবণের চিতা - চির অশান্তি।

0
Updated: 1 month ago
বাগ্ধারা নির্ণয় করুন: 'গোঁফ খেজুরে'
Created: 2 weeks ago
A
বিশৃঙ্খল
B
বেহায়া
C
অত্যন্ত গরিব
D
খুব অলস
‘গোঁফ খেজুরে’ বাগ্ধারার অর্থ হলো খুব অলস বা কর্মবিমুখ ব্যক্তি। এই বাগ্ধারাটি এমন মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়, যারা কোনো কাজ করতে অনীহা প্রকাশ করে বা সময় অপচয় করে।
অন্যদিকে:
-
চশমখোর অর্থ বেহায়া বা নির্লজ্জ ব্যক্তি।
-
ছা-পোষা অর্থ অত্যন্ত গরিব বা দরিদ্র অবস্থা সম্পন্ন ব্যক্তি।
-
জগাখিচুড়ি অর্থ বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থা।

0
Updated: 2 weeks ago