A
উপমান কর্মধারয়
B
উপপদ তৎপুরুষ
C
উপমিত কর্মধারয়
D
অব্যয়ীভাব
উত্তরের বিবরণ
'সিংহপুরুষ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য - পুরুষ সিংহের ন্যায় । এরুপ - চন্দ্রমুখ, বাহুলতা, করকমল, চাঁদমুখ। উপমিত কর্মধারয় সমাস হলো - উপমান ও উপমেয় পদের সমাস।

0
Updated: 1 day ago
"কুসুমকোমল" শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
উপমিত কর্মধারয়
B
উপমান কর্মধারয়
C
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
D
কোনোটিই নয়
উপমান কর্মধারয় সমাস
যে জিনিসের সঙ্গে তুলনা করা হয়, তাকে বলে উপমান। কিছু কর্মধারয় সমাসে এই উপমান শব্দের সঙ্গে কোনো গুণবাচক শব্দ মিলিত হয়ে সমাস গঠন করে। সেই বিশেষ সমাসগুলোকেই উপমান কর্মধারয় সমাস বলা হয়।
উদাহরণ:
-
কাজলের মতো কালো → কাজলকালো
-
শশার মতো ব্যস্ত → শশব্যস্ত
-
কুসুমের ন্যায় কোমল → কুসুমকোমল

0
Updated: 1 week ago
সমাস নির্ণয় করুন ‘ধানের ক্ষেত’-
Created: 1 week ago
A
ষষ্ঠী তৎপুরুষ
B
বহুব্রীহি
C
কর্মধারয়
D
অব্যয়ীভাব
পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা - চায়ের বাগান = চা বাগান, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট। ছাত্রসমাজ, দেশসেবা, দিল্লীশ্বর, বাঁদরনাচ, পাটক্ষেত, ছবিঘর, ঘোড়দৌড়, শ্বশুরবাড়ি, বিড়ালছানা ইত্যাদি।

0
Updated: 1 week ago
“তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
Created: 5 days ago
A
অব্যয়ীভাব
B
দ্বিগু
C
নিত্য সমাস
D
বহুবীহি
সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার)

0
Updated: 5 days ago