A
প্রথম সোমবার
B
দ্বিতীয় সোমবার
C
তৃতীয় সোমবার
D
চতুর্থ সোমবার
উত্তরের বিবরণ
UN-HABITAT (ইউএন-হ্যাবিট্যাট)
-
পূর্ণরূপ: United Nations Human Settlements Programme
-
প্রতিষ্ঠার তারিখ: ১ জানুয়ারি, ১৯৭৫
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
বর্তমান নির্বাহী পরিচালক: অ্যানা ক্লাউডিয়া রসবাচ
UN-HABITAT বিশ্বজুড়ে ৯০টিরও বেশি দেশে শহর ও মানব বসতির টেকসই উন্নয়নে কাজ করছে। তারা জ্ঞান বিনিময়, নীতিগত পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং অংশীদারিত্বমূলক কার্যক্রমের মাধ্যমে মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন আনতে সচেষ্ট।
গুরুত্বপূর্ণ তথ্য
-
প্রথম আন্তর্জাতিক সম্মেলন:
মানব বসতির উপর জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৭৬ সালের ৩১ মে থেকে ১১ জুন পর্যন্ত, কানাডার ভ্যাঙ্কুভারে। এ সম্মেলনে নগরায়নের চ্যালেঞ্জগুলিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। -
মূল লক্ষ্য:
সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে UN-HABITAT। -
বিশ্ব প্রতিবেশ দিবস:
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়।
উৎস: UN-HABITAT অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago