A
স্বাক্ষর
B
স্বায়ত্তশাসিত
C
সত্যায়িত
D
সংশোধিত
উত্তরের বিবরণ
'Autonomous' শব্দের অর্থ 'স্বায়ত্তশাসিত' । স্বাক্ষর অর্থ দস্তখত। সত্যায়িত অর্থ সত্য বলে প্রমাণ করা । সংশোধিত অর্থ সংশোধন করা হয়েছে এমন।

0
Updated: 1 day ago
'অনীক' শব্দের অর্থ -
Created: 1 month ago
A
সূর্য
B
সমুদ্র
C
যুদ্ধক্ষেত্র
D
সৈনিক
‘অনীক’ শব্দের অর্থ - সৈনিক বা সেনাবাহিনী।
• অনীক (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √অন্+ঈক
অর্থ:
- যুদ্ধ।
- সেনাবাহিনী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago
'কুবলয়' শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
কবুতর
B
ময়ূর
C
পদ্ম
D
অগ্নি
‘কুবলয়’ এবং ‘পদ্ম’ সম্পর্কিত শব্দ
১. কুবলয় (বিশেষ্য পদ)
-
ভাষা: সংস্কৃত
-
অর্থ: নীলপদ্ম, পদ্ম, নলিনী, উৎপল
২. পদ্ম শব্দের সমার্থক শব্দ
-
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
সূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
'প্রোষিতভর্তৃকা'- শব্দটির অর্থ কী?
Created: 18 hours ago
A
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
B
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
C
ভূমিতে প্রোথিত তরুমূল
D
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
‘প্রোষিতভর্তৃকা’ শব্দের অর্থ হলো— যে নারীর স্বামী বিদেশে থাকে।
বাংলা ভাষায় অনেক শব্দ আসলে দীর্ঘ বাক্যের সংক্ষেপ রূপ। নিচে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া হলো—
-
যে নারীর পাঁচ স্বামী → পঞ্চভর্তৃকা
-
যে নারীর হিংসা নেই → অনসূয়া
-
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে → প্রোষিতভার্য
-
লাভ করার ইচ্ছা → লিপ্সা
-
জয় করার ইচ্ছা → জিগীষা
-
ত্রাণ লাভ করার ইচ্ছা → তিতীর্ষা
-
মুক্তি লাভের ইচ্ছা → মুমুক্ষা
-
গমন করার ইচ্ছা → জিগমিষা
এগুলো বোঝার মাধ্যমে আমরা বুঝতে পারি, কীভাবে বাংলা ভাষায় জটিল ধারণা একক শব্দে প্রকাশ করা হয়।
উৎস:আধুনিক বাংলা অভিধান

0
Updated: 18 hours ago