‘সিংহপুরুষ’ কোন সমাস?
A
উপমান কর্মধারয়
B
উপপদ তৎপুরুষ
C
উপমিত কর্মধারয়
D
অব্যয়ীভাব
উত্তরের বিবরণ
'সিংহপুরুষ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য - পুরুষ সিংহের ন্যায় । এরুপ - চন্দ্রমুখ, বাহুলতা, করকমল, চাঁদমুখ। উপমিত কর্মধারয় সমাস হলো - উপমান ও উপমেয় পদের সমাস।

0
Updated: 1 month ago
'হাতঘড়ি' কোন ধরনের কর্মধারয় সমাস?
Created: 1 month ago
A
রূপক কর্মধারয় সমাস
B
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
C
উপমান কর্মধারয় সমাস
D
উপমিত কর্মধারয় সমাস
মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো সেই ধরনের সমাস যেখানে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। অর্থাৎ দুটি বা তার অধিক শব্দকে সংযুক্ত করার সময় মধ্যবর্তী পদগুলো বাদ দেওয়া হয়।
উদাহরণস্বরূপ:
-
ঘি মাখানো ভাত → ঘিভাত
-
হাতে পরা হয় যে ঘড়ি → হাতঘড়ি
-
ঘরে আশ্রিত জামাই → ঘরজামাই
-
বিজয় নির্দেশক পতাকা → বিজয়-পতাকা

0
Updated: 1 month ago
সমাস সাধিত পদ কোনটি?
Created: 1 month ago
A
বোনাই
B
চাষী
C
দম্পতি
D
মানব
বিশেষ্য+ বিশেষ্য= দ্বন্দ্ব সমাস। জায়া ও পতি= দম্পতি।

0
Updated: 1 month ago
'নীলাম্বর' কোন সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
বহুব্রীহি সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
তৎপুরুষ সমাস
D
কর্মধারয় সমাস
কর্মধারয় সমাস হলো এমন সমাস যেখানে একটি বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদ এবং একটি বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদ একত্রিত হয় এবং সমাসের অর্থে পরের পদটি প্রধান রূপে প্রতীয়মান হয়। এতে প্রথম পদটি মূলত দ্বিতীয় পদটিকে বর্ণনা করে।
উদাহরণসমূহ:
-
নীল যে অম্বর = নীলাম্বর
-
নীল যে আকাশ = নীলাকাশ
-
নীল যে পদ্ম = নীলপদ্ম
-
রক্ত যে কমল = রক্তকমল

0
Updated: 1 week ago