A
মাষ্টার
B
পোশাক
C
জিনিষ
D
পোষ্ট অফিস
উত্তরের বিবরণ
‘ষ-ত্ব’ বিধান অনুযায়ী – কেবল তৎসম শব্দেই ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য। বিদেশি শব্দে ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য নয়। ‘পোষ্ট’ ও ‘মাষ্টার’ শব্দটি ইংরেজি এবং ‘পোশাক’ ফারসি ভাষার শব্দ, তাই এতে ‘ষ’-ত্ব বিধান প্রযোজ্য হবে না। সঠিক বানান – পোস্ট, মাস্টার ও পোশাক।

0
Updated: 1 day ago
শুদ্ধ শব্দ কোনটি?
Created: 1 week ago
A
ব্যাকরণবিদ
B
বৈয়াকরণ
C
ব্যাকরণিক
D
বৈয়াকরণিক
বৈয়াকরণ শব্দের অর্থ - যিনি ভালো ব্যাকরণ জানেন, ব্যাকরণবিদ, ব্যাকরণের পণ্ডিত ব্যক্তি।

0
Updated: 1 week ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
তাহার জীবন সংশয়পূর্ন
B
তাহার জীবন সংশয়ময়
C
তাহার জীবন সংশয়াপূর্ণ
D
তাহার জীবন সংশয়ভরা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। চিহ্নিত উত্তরটি সঠিক নয়]
• সংশয় (বিশেষ্য):
১. সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)।
২. ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)।
৩. অনিশ্চয়তাবোধ (ভিতরে একটা শব্দ শুনিয়া কেমন যেন সংশয় হইল-শামসুর রাহমান)।
'সংশয়' শব্দটির বিশেষণরূপ = সংশয়িত, সংশয়াকুল, সংশয়পূর্ণ।
'সংশয়পূর্ণ' শব্দটির অর্থ - সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ।
সুতরাং, শুদ্ধ বাক্যটি হবে - তাহার জীবন সংশয়পূর্ণ।
এর দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমূর্ষূ
D
দ্বিজরাজ
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 3 weeks ago