‘জায়া’ শব্দের সমার্থক শব্দ –
A
অর্ধাঙ্গী
B
কন্যা
C
নন্দিনী
D
ভগনী
উত্তরের বিবরণ
'জায়া' শব্দের সমার্থক শব্দ 'অর্ধাঙ্গী' । এরুপ - ভার্যা, পত্নী, বধূ, বউ, গৃহিনী, গিন্নি, ঘরণি, বিবি, বেগম, পরিবার। কন্যার সমার্থক শব্দ নন্দিনী, মেয়ে, তনয়া, দুহিতা, ঝি, বেটি। 'ভগিনী' শব্দে সমার্থক হলো বোন।

0
Updated: 1 month ago
'সূর্য'-এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
শশাঙ্ক
B
অর্ণব
C
আদিত্য
D
সিন্ধু
'সূর্য' এর প্রতিশব্দ হলো 'আদিত্য'।
'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
-
রবি
-
সবিতা
-
দিবাকর
-
দিনমনি
-
দিননাথ
-
দিবাবসু
-
অর্ক
-
ভানু
-
তপন
-
ভাস্কর
-
মার্তণ্ড
-
অংশু
-
প্রভাকর
-
কিরণমালী
-
অরুণ
-
মিহির
-
দিনপতি
অন্যদিকে:
-
'চাঁদ' এর প্রতিশব্দ — সুধাংশু, শশাঙ্ক, বিধু
-
'সমুদ্র' এর প্রতিশব্দ — বরুণ, পাথার, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর

0
Updated: 1 month ago
৩৩) 'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
পর্বত
B
পানি
C
মেঘ
D
হাতি
পানি’ শব্দের সমার্থক শব্দ
-
জল
-
নীর
-
উদক
-
সলিল
-
পানি
-
অপ
-
প্রানদ
-
তোয়
-
জীবন
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 months ago
‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অচল
B
অদ্রি
C
কনক
D
অবনী
পৃথিবী শব্দের সমার্থক শব্দ: ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল, অখিল।

0
Updated: 1 month ago