‘Autonomous’ শব্দের অর্থ –
A
স্বাক্ষর
B
স্বায়ত্তশাসিত
C
সত্যায়িত
D
সংশোধিত
উত্তরের বিবরণ
'Autonomous' শব্দের অর্থ 'স্বায়ত্তশাসিত' । স্বাক্ষর অর্থ দস্তখত। সত্যায়িত অর্থ সত্য বলে প্রমাণ করা । সংশোধিত অর্থ সংশোধন করা হয়েছে এমন।

0
Updated: 1 month ago
'খদ্দর' শব্দের অর্থ-
Created: 1 month ago
A
ক্রেতা
B
বিপদ
C
ক্ষণকাল
D
কাপড় বিশেষ
শব্দ ও অর্থ (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে):
-
খদ্দর = কাপড় বিশেষ
-
খতর = বিপদ
-
খদ্দের = ক্রেতা
-
খনেক = ক্ষণকাল

0
Updated: 1 month ago
'উপরোধ' শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
প্রতিরোধ
B
উপস্থাপন
C
অনুরোধ
D
উপযোগী
উপরোধ (বিশেষ্য পদ),
- একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অনুরোধ,
- সুপারিশ,
- সমাদর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
'অর্ধচন্দ্র' কথাটির অর্থ -
Created: 1 month ago
A
অমাবস্যা
B
গলাধাক্কা দেওয়া
C
কাছে টানা
D
কাস্তে
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী অর্ধচন্দ্র একটি বিশেষ্য, যার একাধিক অর্থ পাওয়া যায়। একইসাথে বিভিন্ন বাগ্ধারার মধ্যেও এর ব্যবহার লক্ষ্য করা যায়। নিচে এর অর্থ ও কিছু বাগ্ধারার ব্যাখ্যা তুলে ধরা হলো।
-
অর্ধচন্দ্র:
১. অর্ধ-প্রকাশিত চন্দ্র
২. গলাধাক্কা
৩. সেনা সমাবেশের একটি বিশেষ কৌশল -
বাগ্ধারা ও অর্থ:
-
অর্ধচন্দ্র: গলা ধাক্কা
-
অগ্নি পরীক্ষা: কঠিন পরীক্ষা
-
অহিনকুল সম্পর্ক: ভীষণ শত্রুতা
-
আক্কেল গুড়ুম: হতবুদ্ধি
-

0
Updated: 1 month ago