কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?
A
হাইফেন
B
কমা
C
সেমিকোলন
D
কোলন
উত্তরের বিবরণ
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল: ১. কমা – ১ (এক) বলতে যে সময় প্রয়োজন। ২. সেমিকোলন – ১ বলার দ্বিগুণ সময়। ৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ – এক সেকেন্ড। ৪. প্রশ্নবোধক চিহ্ন – এক সেকেন্ড। ৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন – এক সেকেন্ড। ৬. কোলন – এক সেকেন্ড। ৭. ড্যাস – এক সেকেন্ড। ৮. কোলন ড্যাস – এক সেকেন্ড। ৯. হাইফেন – থামার প্রয়োজন নেই। ১০. ইলেক বা লোপ চিহ্ন – থামার প্রয়োজন নেই। ১১. একক উদ্ধৃতি চিহ্ন – ‘এক’ উচ্চরণে যে সময় লাগে। ১২. যুগল উদ্ধৃতি চিহ্ন – ‘এক’ উচ্চরণে যে সময় লাগে। ১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) – থামার প্রয়োজন নেই। ১৪. ধাতু দ্যোতক চিহ্ন – থামার প্রয়োজন নেই।

0
Updated: 1 month ago
ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-
Created: 1 month ago
A
প্রত্যক্ষ উক্তির জন্য
B
উদ্ধারণ চিহ্নের পূর্বে
C
বিলুপ্ত বর্ণের জন্য
D
সমাসবদ্ধ পদের জন্য
ইলেক বা লোপ চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই। কোন বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য (') লোপ চিহ্ন দেয়া হয়। যেমন: মাথার 'পরে জ্বলছে রবি। ('পরে = ওপরে)

0
Updated: 1 month ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
Created: 2 weeks ago
A
ড্যাস
B
কোলন
C
কমা
D
বিস্ময় চিহ্ন
যতিচিহ্ন হলো সেই সাংকেতিক চিহ্ন যা বাক্যের অর্থ স্পষ্ট করতে বাক্যের মধ্যে বা শেষে ব্যবহৃত হয়। এটিকে ছেদ চিহ্ন বা বিরামচিহ্ন নামেও ডাকা হয়।
বাক্যে অবস্থান অনুযায়ী যতিচিহ্নকে দুটি ভাগে বিভক্ত করা যায়—
প্রান্তিক বিরামচিহ্ন:
-
দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন ইত্যাদি।
বাক্যান্তর্গত বিরামচিহ্ন:
-
কমা, সেমিকোলন, ড্যাস, হাইফেন ইত্যাদি।

0
Updated: 2 weeks ago
শব্দসংক্ষেপ এবং ক্রমনির্দেশ কাজে ব্যবহৃত হয় কোন চিহ্ন?
Created: 1 month ago
A
বিন্দু
B
কমা
C
কোলন
D
ত্রিবিন্দু
বিন্দু ( . )
-
শব্দসংক্ষেপ, ক্রমনির্দেশ ইত্যাদি ক্ষেত্রে বিন্দুর ব্যবহার হয়।
উদাহরণ:
→ ড. মুহম্মদ শহীদুল্লাহ্
→ ভাষার প্রধান উপাদান চারটি: ১. ধ্বনি, ২. শব্দ, ৩. বাক্য, ৪. অর্থ
ত্রিবিন্দু ( … )
-
কোনো অংশ বাদ দেওয়া বা অপূর্ণতা বোঝাতে ত্রিবিন্দুর ব্যবহার হয়।
উদাহরণ:
→ তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা …।”
→ আমাদের ঐক্য বাইরের। … এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
কোলন ( : )
-
বাক্যের প্রথম অংশের উক্তিকে ব্যাখ্যা করা বা উদাহরণ উপস্থাপন করার জন্য কোলনের ব্যবহার হয়।
কমা ( , )
-
সামান্য বিরতি নির্দেশ করতে কমা ব্যবহৃত হয়।
-
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে এর ব্যবহার হয়।
উদাহরণ:
→ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত—বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
→ নিবিড় অধ্যাবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago