A
ছন্নছাড়া
B
অলুক্ষণে
C
আলসেমির লক্ষণ
D
অতিশয় দূর্বল
উত্তরের বিবরণ
হাড় হাভাতে - বাগধারার অর্থ হলো - লক্ষীছাড়া, কুলক্ষুণে বা অলুক্ষণে। তালপাতার সেপাই - বাগধারার অর্থ হলো - অতিশয় দুর্বল। সঠিক উত্তর - আলসেমির লক্ষণ।

0
Updated: 1 day ago
’শরতের শিশির’ বাগ্ধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
দুঃসময় বন্ধু
B
নিষ্ক্রিয় দর্শক
C
ভণ্ড
D
ক্ষণস্থায়ী
বাগ্ধারার অর্থ
-
শরতের শিশির → ক্ষণস্থায়ী
-
সাক্ষী গোপাল → নিষ্ক্রিয় দর্শক
-
বর্ণচোরা → ভণ্ড
-
সুখের পায়রা → সুদিনের বন্ধু
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
Created: 3 months ago
A
অনিষ্টে ইষ্ট লাভ
B
চির অশান্তি
C
অরাজক দেশ
D
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
• ‘রাবণের চিতা’ – অর্থ: চিরস্থায়ী অশান্তি।
বাক্য: একমাত্র ছেলের মৃত্যুর পর বুড়ির অন্তরে যেন রাবণের চিতা জ্বলছে।
• ‘মগের মল্লুক’ – অর্থ: সম্পূর্ণ অরাজক দেশ বা অবস্থা।
বাক্য: প্রশাসনের নজরদারির অভাবে এলাকাটা এখন মগের মল্লুকে পরিণত হয়েছে।
• ‘শাপে বর’ – অর্থ: অনিষ্ট থেকে উপকার লাভ।
বাক্য: চাকরি না পাওয়াটা শাপে বর হয়েছে, কারণ এখন সে নিজেই ব্যবসা শুরু করেছে।
• ‘ফটো পয়সার লড়াই’ – অর্থ: সামান্য কারণে বড় ঝগড়া।
বাক্য: দুই ভাইয়ের মধ্যে ফটো পয়সার লড়াই শুরু হলো সামান্য জমির জন্য।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)
-
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 months ago
'হাত-ভারি' বাগধারার অর্থ-
Created: 1 month ago
A
দাতা
B
কম খরচে
C
দরিদ্র
D
কৃপণ
'হাত-ভারি' বাগ্ধারার অর্থ 'কৃপণ'।
বাক্য গঠন: তাঁর মত হাতভারি লোক আমি কমই দেখেছি।
আরও কিছু বাগ্ধারার এবং এর অর্থ-
- 'হাত ধরা' বাগ্ধারার অর্থ বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগ্ধারার অর্থ হতভাগ্য,
- 'হাল ছাড়া' বাগ্ধারার অর্থ হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগ্ধারার অর্থ দক্ষতা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago