নিচের কোনটি শুদ্ধ?
A
ষ্ণ= ষ + ণ
B
ষ্ণ= ষ + ঞ
C
ষ্ণ= ষ + ন
D
ষ্ণ= ষ + ঙ
উত্তরের বিবরণ
যুক্তাক্ষর হলো মিলিত অক্ষর বা সংযুক্ত বর্ণ।
একাধিক বর্ণ এক সঙ্গে যুক্ত করে লিখিত ও উচ্চারিত হওয়াকে যুক্তবর্ণ বলে।
যেমন - ল্ + ল = ল্ল ( আল্লাহ )
ষ্ণ = ষ্ + ণ।

0
Updated: 1 month ago
'হৃ' এর শুদ্ধ গঠন কোনটি?
Created: 2 months ago
A
হ্ + ঋ
B
হ্ + উ
C
হ্ + ঊ
D
হ্ + র
'হৃ' এর শুদ্ধ গঠন হলো:
হ্ + ঋ = হৃ।
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো:
- হ্ + ম = হ্ম,
- হ্ + উ = হু,
- হ্ + র = হ্র,
- হ্ + ন = হ্ন।

0
Updated: 2 months ago
১০) উচ্চারণস্থান অনুসারে 'র, ল, স' কোন ধরনের ধ্বনি?
Created: 2 months ago
A
দন্তমূলীয় ধ্বনি
B
জিহ্বামূলীয় ধ্বনি
C
তালব্য ধ্বনি
D
মূর্ধন্য ধ্বনি
দন্তমূলীয় ধ্বনি
-
সংজ্ঞা: উপর পাটির দাঁতের গোড়ার সঙ্গে জিভের ডগা লাগিয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, সেগুলোকে দন্তমূলীয় ধ্বনি বলা হয়।
-
উদাহরণ: ন, র, ল, স
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

0
Updated: 2 months ago
'ত্ত' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 1 month ago
A
ক্ + ত
B
ত্ + ক
C
ত্ + ত
D
ও্ + ত
সংযুক্ত বর্ণের শুদ্ধরূপ হলো ত্ + ত = ত্ত। বাংলা ভাষায় একাধিক বর্ণ মিলিত হয়ে যুক্তবর্ণ তৈরি হয় এবং এগুলো শুদ্ধভাবে লিখতে জানা প্রয়োজন।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো
-
ক্ + ত = ক্ত
-
ঙ্ + গ = ঙ্গ
-
ভ্ + র = ভ্র
-
ত্ + থ = ত্থ
-
ঙ্ + ক = ঙ্ক
-
হ্ + ম = হ্ম
উৎস:

0
Updated: 1 month ago