A
মুহুর্ত
B
মূহুর্ত
C
মুহূর্ত
D
মুহূর্তূ
উত্তরের বিবরণ
এখানে বানানটির শুদ্ধ রুপ হল - মুহূর্ত

0
Updated: 1 day ago
কোনটি সঠিক বানান?
Created: 1 month ago
A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
নিশীথিনী

0
Updated: 1 month ago
কোন শ্রেণির শব্দের বানানে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান প্রযোজ্য?
Created: 3 weeks ago
A
তদ্ভব
B
খাঁটি বাংলা
C
তৎসম
D
দেশি
✅ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
১. সংজ্ঞা
-
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান হলো তৎসম (সংস্কৃত) শব্দের বানান রীতি, যেখানে
-
‘ণ’ এবং ‘ষ’ ধ্বনির সঠিক ব্যবহার নির্দেশিত।
-
২. প্রযোজ্য ক্ষেত্র
-
কেবল তৎসম/সংস্কৃত মূলের শব্দে এই বিধান প্রযোজ্য।
-
উদাহরণ:
-
শ্লেষ্ণ → শ্লেষ্ণ
-
ষষ্টি → ষষ্টি
-
৩. যেখানে প্রযোজ্য নয়
-
বাংলা (দেশি) শব্দে
-
তদ্ভব শব্দে
-
বিদেশি শব্দে
-
সমাসবদ্ধ শব্দে
অর্থাৎ, দেশি বা সমাসবদ্ধ শব্দে ‘ণ’ বা ‘ষ’ ধ্বনির জন্য এই বিধান ব্যবহার করা হয় না।

0
Updated: 3 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
সচ্ছল
B
সচ্ছুল
C
সচ্চল
D
সচ্চছল
এটি একটি দেশি শব্দ। এর অর্থ ‘অভাবহীন, সম্পদশালী; সংগত’।

0
Updated: 1 month ago