নীলাম্বর কোন সমাস?
A
দ্বন্দ্ব
B
তৎপুরুষ
C
কর্মধারয়
D
অব্যয়ীভাব
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
‘সিংহপুরুষ’ কোন সমাস?
Created: 1 month ago
A
উপমান কর্মধারয়
B
উপপদ তৎপুরুষ
C
উপমিত কর্মধারয়
D
অব্যয়ীভাব
'সিংহপুরুষ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য - পুরুষ সিংহের ন্যায় । এরুপ - চন্দ্রমুখ, বাহুলতা, করকমল, চাঁদমুখ। উপমিত কর্মধারয় সমাস হলো - উপমান ও উপমেয় পদের সমাস।
0
Updated: 1 month ago
সমাস নির্ণয় করুন – বেআইনি।
Created: 1 month ago
A
অব্যয়ীভাব
B
নঞ তৎপুরুষ
C
উপপদ তৎপুরুষ
D
নিত্য সমাস
না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয় তাই নঞ তৎপুরুষ সমাস। যেমন: নৃ বিষয়ক তত্ত্ব= নৃতত্ত্ব (মধ্যপদলোপী কর্মধারয়); নয় কাঁড়া = আকাঁড়া; নাকে খত = নাকে খত (অলুক তৎপুরুষ); দায়ে ঠেকা = দায়েঠেকা (অলুক তৎপুরুষ); উল্লেখ্য, লুনের অভাব = আলুনি (অবয়ীভাব সমাস)।
0
Updated: 1 month ago
কোনটি দ্বিগু সমাস?
Created: 2 months ago
A
সপ্তাহ
B
পরিভ্রমণ
C
আমরণ
D
মনগড়া
'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।
0
Updated: 2 months ago