নিচের কোনটি ‘সৃষ্টি’- এর প্রকৃতি ও প্রত্যয়?
A
সৃষ্ + টি
B
সৃশ্ + তি
C
সৃজ্ + তি
D
স্রী + ষ্টি
উত্তরের বিবরণ
বিশেষ্য ও বিশেষণ গঠনে "তি" প্রত্যয় হয়। যেমন - √ঘাট্ + তি = ঘাটতি, বাড়্ + তি = বাড়তি, কাট্ + তি = কাটতি, উঠ্ + তি = উঠতি।

0
Updated: 1 month ago
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
মিশুক
B
তেজস্বী
C
বাঁধনি
D
নিন্দক
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত কিছু শব্দ ও প্রকৃতি:
-
তেজঃ + বিন = তেজস্বী
-
মেধা + বিন = মেধাবী
-
মায়া + বিন = মায়াবী
-
যশঃ + বিন = যশস্বী
-
নীলিমা = নীল = ইমন
-
গুরু + অ = গৌরব
কৃৎ-প্রত্যয়:
-
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলা হয়।
-
কৃৎ-প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হয়।
উদাহরণ:
-
√বাঁধ + অনি = বাঁধনি
-
√নিন্দ্ + অক = নিন্দক
-
√মিশ + উক = মিশুক
উপরের উদাহরণে, ‘অনি’, ‘অক’, ‘উক’ হলো কৃৎ-প্রত্যয়, এবং ‘বাঁধনি’, ‘নিন্দক’, ‘মিশুক’ হলো কৃদন্ত শব্দ।

0
Updated: 1 month ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
---|---|---|---|
চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
পড়্ | আ | পড়া | কৃদন্ত |
শুন্ | আ | শোনা | কৃদন্ত |
বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
”আ” প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
পাঠিকা
B
লেখিকা
C
গায়িকা
D
কনিষ্ঠা
কিছু নরবাচক শব্দকে স্ত্রীবাচক রূপে রূপান্তর করার নিয়ম রয়েছে।
• আ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
-
বৃদ্ধ → বৃদ্ধা
-
প্রিয় → প্রিয়া
-
কনিষ্ঠ → কনিষ্ঠা
• '-অক' প্রত্যয় যুক্ত নরবাচক শব্দের নারীবাচক রূপ:
-
পাঠক → পাঠিকা
-
লেখক → লেখিকা
-
গায়ক → গায়িকা

0
Updated: 1 week ago