দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?
A
ইয়েন
B
পেসো
C
ইউয়ান
D
উয়ন
উত্তরের বিবরণ
দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশে অবস্থিত। এই দেশের সরকারি নাম “কোরীয় প্রজাতন্ত্র” বা “রিপাবলিক অব কোরিয়া”। দক্ষিণ কোরিয়া ১৫ আগস্ট, ১৯৪৫ সালে স্বাধীনতা লাভ করে। এর রাজধানী শহর হলো সিউল এবং দেশের মুদ্রা হলো উয়ন। সরকার ব্যবস্থা সাংবিধানিক প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন সিগম্যান রী। প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম “ব্লু হাউজ”।
উৎস: Britannica.

0
Updated: 3 months ago
Green Climate Fund এরসদর দপ্তর দক্ষিণ কোরিয়ার কোন শহরে অবস্থিত?
Created: 6 days ago
A
ইয়েনচিয়ন
B
সিউল
C
বুসান
D
উলসান
Green Climate Fund (GCF)
• গ্রিন ক্লাইমেট ফান্ড হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন (UNFCCC) কর্তৃক গঠিত তহবিল
• প্রতিষ্ঠিত: ২০১০, মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে
• মূল উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তা করা
• লক্ষ্য: প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা
• সদর দপ্তর: দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়ন শহরে
সূত্র: Green Climate Fund, UNFCCC ওয়েবসাইট

0
Updated: 6 days ago