A
ইয়েন
B
পেসো
C
ইউয়ান
D
উয়ন
উত্তরের বিবরণ
দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশে অবস্থিত। এই দেশের সরকারি নাম “কোরীয় প্রজাতন্ত্র” বা “রিপাবলিক অব কোরিয়া”। দক্ষিণ কোরিয়া ১৫ আগস্ট, ১৯৪৫ সালে স্বাধীনতা লাভ করে। এর রাজধানী শহর হলো সিউল এবং দেশের মুদ্রা হলো উয়ন। সরকার ব্যবস্থা সাংবিধানিক প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন সিগম্যান রী। প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম “ব্লু হাউজ”।
উৎস: Britannica.

0
Updated: 2 months ago